ঢাকা বৃহষ্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

চমেকের ওষুধ পাচার হয় চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাধ্যমে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ৩:২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি বছর ২০ কোটি টাকারও বেশি ওষুধ বরাদ্দ থাকে। কিন্তু এতসব বরাদ্দেও রোগীদের কপালে জোটে না ওষুধ। অভিযোগ আছে, ওয়ার্ডের রেজিস্টার, সহকারী রেজিস্টার, ইনডোর মেডিকেল অফিসার, নার্স, আয়াদের তত্ত্বাবধানে প্রতিদিন ওয়ার্ড থেকে পাচার হচ্ছে ওষুধ। আর এ পাচার কাজে জড়িত হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। এদের  তালিকায় রয়েছে- ওয়ার্ড মাস্টার বাশার, ডেন্টাল বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুস সাত্তার ও ডেন্টাল সেক্রেটারি মো. হায়াত। হাসপাতালের বাইরে তাদের সহায়তাকারীদের মধ্যে রয়েছেন- তপন, মিন্টু, হারাধন, উত্তম, সাহাব উদ্দিন, নূর হোসেন, বুলেট, জাহাঙ্গীর।

রোগী ও স্বজনদের অভিযোগ, চমেক হাসপাতালের অতিগুরুত্বপূর্ণ ওয়ার্ড সার্জারি, নিউরো সার্জারি, মেডিসিন, শিশুরোগ, হৃদরোগ, অর্থোপেডিকস, গাইনি, ক্যাজুয়ালিটি বিভাগে রোগী ভর্তি হলেও এসব ওয়ার্ড থেকে তারা কোনো ওষুধ পান না। বিভিন্ন ওয়ার্ডে রোগীদের এ অভিযোগ দীর্ঘদিনের হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কখনই এসব ওষুধ পাচারকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কখনো নেননি। যখন যে পরিচালক এসেছেন, ওই পরিচালক চলেছেন সংঘবদ্ধ ওই সিন্ডিকেটের কথায়। আরো অভিযোগ রয়েছে, পরিচালক ছাড়াও সিন্ডিকেটের কথায় চলেন ওয়ার্ডের রেজিস্টার, ডাক্তার, নার্স থেকে শুরু করে ওয়ার্ডবয়রা।

জানা গেছে, সিন্ডিকেটের হোতা ওয়ার্ড মাস্টার বশার। ওষুধ পাচারের সাথে দীর্ঘদিন এ নামটি জড়িত থাকলেও নতুন যোগ হয়েছে চমেক হাসপাতালের ডেন্টাল বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুস সাত্তার ও ডেন্টালের মো. হায়াতের নাম। এরা পাচার করে নিয়ে যাওয়া ওষুধ মেডিকেলের বাইরের গেটের দোকানগুলোতে বিক্রি করে দেন।

অভিযোগ আছে, সুইপার রাজীব দাশ হাসপাতালের স্টোর অফিসারকে হাত করে স্টোর থেকেই ওষুধ পাচার করে। রাজীব দাশ ডাক্তারের স্বাক্ষর নকল করে স্টোর থেকে ওষুধ পাচার করে। কারন, গত বছর এরকম প্রায় ১০০টি বহিঃবিভাগের স্বাক্ষরবিহীন ওষুধের স্লিপ ধরা পড়ে তার কাছ থেকে। কিন্তু এ ঘটনায় রাজীব দাশের কোনো শাস্তি হয়নি। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার প্রেরিত ওয়ার্ডে টাঙ্গানোর জন্য মজুদকৃত ওষুধের তালিকায় রয়েছে- আ্যামোক্সিলিন, ক্লোক্সসিলিন, সিপ্রেডিন, ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, ওমিপ্রাজোন, ট্যাবলেট এসপিরিন, এমলোডিপাইন, এলবিনডাজোল, এজিথ্রোমাইসিন, ভিটামিন বি কমপ্লেক্স, কনট্রিমোক্সাজোল, ক্যালসিয়াম কার্বোনেট, সিপ্রোফ্লোক্সেসিন, ক্লোনাজিপ্যাম, কারভিডিঅল, কারডিজেম, ডায়াজাপাম, ডাইক্লোফেনাক, ফেরাস সালফেট, হালোপিরিডল, পাইরোভিখট, রিবোফ্লেবিন, ভারপামিল ইত্যাদি। ইনজেকশনে এমিকাসিন, এমপিসিলিন, ডায়াজিপাম, মেট্রো, প্রোসাইক্লিডিন,  রেনিটিডিন, সালবিউটামল ইত্যাদি।  এছাড়া সিরাপ ও ড্রপে এমোক্সিলিন, সালবিউটামল ছাড়াও গজ, ব্যাণ্ডেজ, তুলা, স্যাভলন, হেক্সিসল, ভায়োডিন, এমআরআই/সিটি ফিল্ম  ইউসল ইত্যাদি পর্যাপ্ত রয়েছে বলে নোটিশে উলে¬খ রয়েছে। এ নোটিশটি রয়েছে হাসপাতালের নীচতলায় প্রধান ফটকের দেয়ালেও। 

কিন্তু এ নোটিস হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে টাঙ্গিয়ে দেয়ার নিয়ম থাকলেও টাঙ্গানো আছে কতিপয় ওয়ার্ডে। কারণ ডাক্তার, নার্স, ওয়ার্ড মাষ্টার, ওয়ার্ডবয় এ নোটিস ছিঁড়ে ফেলেছেন। কারণ, এটি টাঙ্গানো থাকলে রোগীদের কাছে জবাবদিহিতার অবকাশ থাকে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনেক চিকিৎসক। তালিকাভুক্ত ওষুধের এক-তৃতীয়াংশও রোগীরা পান না।

২৮নং নিউরো সার্জারি ওয়ার্ডে দেখা গেছে, এ ওয়ার্ড থেকে কোনো ওষুধই রোগীরা পাচ্ছেন না। এক্সিপিন ইনজেকশান, সেফট্রোন, ওরাডেক্সন, সেফার্ডসহ কোনো ইনজেকশনই রোগীরা পান না। একই অবস্থা দেখা গেছে ১৬নং মেডিসিন ওয়ার্ডে। ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন জলিল উদ্দিনের ভাই আলী আহমদ জানান, আমার ভাই জ্বর নিয়ে এ ওয়ার্ডে ভর্তি হয়েছেন। সাত দিন পার হয়ে গেছে, তারপরও আমার ভাইয়ের জ্বর কমছে না। এ পর্যন্ত আমার ১ হাজার ৮০০ টাকা গেছে ইনজেকশন আর ওষুধ কিনতে। একই রকম অভিযোগ এ ওয়ার্ডে চিকিৎসাধীন অন্য রোগীদের। 

এমএসএম / জামান

মাওঃ আব্দুল জব্বার নুরী ফরাজীর ইন্তেকাল

ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ

নাকুগাঁও বন্দরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কোটি টাকায় নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের ভবন তালাবদ্ধ, টিনশেড ঘরে ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা

সন্তানের পিতৃপরিচয় ন্যায্য অধিকার আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিংগাইরে পরিত্যক্ত পুলিশ ক্যাম্প উদ্ভোধন

মেয়ে হত্যার বিচার না দেখে মরেও শান্তি পাব না ফেলানির বাবা

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার