ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

তানোরের তালন্দ ইউপি নির্বাচনে এগিয়ে বাবু


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ১১:৪০
রাজশাহীর তানোরের ৫ নম্বর তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। ‍এতে এগিয়ে রয়েছেন বিদ্রোহীরা। এখানে এবার  চেয়ারম্যান পদে বিদ্রোহীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে। তবে আনারস প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু। আর ভোটারদের কাছে মূল স্লোগান হয়ে উঠেছে নৌকার স্বপক্ষ বা বিপক্ষ নয় প্রার্থীর আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে মেশার ক্ষমতা। কারণ, যেহুতু এটা স্থানীয় নির্বাচন, সরকার পরিবর্তনের নির্বাচন নয়; সেহেতু নৌকার প্রার্থীকেই বিজয়ী করতে হবে- তাদের কাছে এমন বাধ্যবাধকতা নাই। বিদ্রোহীরাও তো সরকারদলীয় নেতৃত্ব, তাছাড়া পরের নির্বাচনগুলোতে তো দলীয় প্রতীক উঠিয়ে দেয়া হয়েছে। ফলে এখন আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের লড়াই হচ্ছে। তাই নৌকার পরাজয় মানে আওয়ামী লীগের পরাজয়, এমনটা নয়।
 
জানা গেছে, তালন্দ ইউপিতে চেয়ারম্যান পদে এবার প্রার্থী রয়েছেন ৪ জন। এরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেম (নৌকা), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু (আনারস), ইউনিয়ন যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু (মোটরসাইকেল) এবং জামায়াত নেতা আক্কাশ আলী (চশমা)।
 
এদিকে, প্রার্থীরা কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তবে এখন পর্যন্ত ভোটের মাঠে প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে বিজয়ী হওয়ার দৌড়ে আনারস প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাজিমুদ্দিন বাবু।
 
স্থানীয়রা বলছেন, বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম নৌকা প্রতীক নিয়েও ভোটের মাঠে অনেকটা কোণঠাসা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে প্রতিনিয়ত বাবুর সমর্থন বাড়ছে‍ই। ফলে ধীরে ধীরে জনসমর্থন হ্রাস পাওয়ায় চরম বিপাকে পড়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কাশেম।
 
জানা গেছে, তালন্দ ইউপিতে ভোটার প্রায় ৮ হাজার। এরমধ্যে মোহর-লসিরামপুর গ্রামেই ভোট প্রায় সাড়ে ৩ হাজার। মোহর-লসিরামপুর গ্রামবাসী এবার ঐক্যবদ্ধ হয়ে তাদের গ্রাম থেকে চেয়ারম্যান নির্বাচিত করার ঘোষণা দিয়েছেন। আর শুধুমাত্র মোহর-লসিরামপুর গ্রামের ভোট দিয়েই তালন্দ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করা সম্ভব।
 
এখানে দুজন প্রার্থী রয়েছেন রইস উদ্দিন বাচ্চু (মোটরসাইকেল) ও আক্কাশ আলী (চশমা)। তবে এর পাশাপাশি এখানে আত্মীয়তার সূত্রে নাজিমুদ্দিন বাবুর (আনারস) একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। ফলে বাচ্চু ও আক্কাশের ভোট ভাগাভাগির মাঝে বাবু তার ভোট ব্যাংক ঘরে নিতে পারলেই তার বিজয় প্রায় নিশ্চিত। কারণ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সিংহভাগ নেতাকর্মী বাবুর পক্ষে। তাছাড়া বাবুর ভোট কম-বেশি ইউপির সব কেন্দ্রেই রয়েছে। তবে বাচ্চুর নিজ এলাকায় ভোট থাকলেও অন্য এলাকায় তেমন নেই।
 
অন্যদিকে বিএনপির কোনো প্রার্থী না থাকায় সেই ভোট আক্কাশের বাক্সে যাওয়ার সম্ভবনা রয়েছে। সেটা হলে নাজিমুদ্দিন বাবু ও আক্কাশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভবনা রয়েছে। তবে দলীয প্রার্থী হলেও ব্যক্তি ইমেজ ও তার কিছু বির্তকিত সহচরদের কারণে কাশেমের ভোট প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে বলে এলাকার ভোটারদের মাঝে আলোচনা রয়েছে।
 
স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কাশেম গত নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা তার শেষ নির্বাচন। সেই প্রতিশ্রুতিতে বাবু ও বাচ্চু তাকে ছাড় দিয়েছিলেন। কিন্তু এবার তিনি আবারো প্রার্থী হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। তারা বলছেন, আওয়ামী লীগের দুঃসময়ে বিরোধী দলের নির্মম অত্যাচার-নির্যাতন সহ্য করে যেসব নেতাকর্মী আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছেন সেই সব পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীর অন্যতম নাজিমুদ্দিন বাবু ও রইস উদ্দিন বাচ্চু। ফলে তাদেরও তো একটা জায়গা দিতে হবে।

এমএসএম / জামান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী