ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করায় এবার ছাত্রদল নেতাকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের এক সংবাদ বিজ্ঞপ্তিকে ঘিরে দেখা দিয়েছে আরেক বিতর্ক। আর ওই বিতর্কে জড়িয়েছে ছাত্রদল। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নতুন কমিটির সদস্য আবির মোহাম্মদ সোহাগকে ছাত্রদল নেতা দাবি করেন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম। এজন্যই বুধবার ছাত্রদলের প্যাডে আবিরকে বহিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি দেয় সাইফুল ইসলাম।
এদিকে, গত কয়েকদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ইতোমধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বুধবার রাতেই সাইফুল ইসলামকে দল থেকে অব্যাহতি দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
অব্যাহতির বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, সংগঠনের কারো সঙ্গে কোনো আলোচনা ছাড়া একটি বিজ্ঞপ্তি দিয়েছেন সাইফুল ইসলাম, যাতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত অভিযোগে আবির মোহাম্মদ সোহাগ নামে এক ছেলেকে সংগঠন থেকে বহিষ্কার করেন দপ্তর সম্পাদক। তার এই হঠকারী সিদ্ধান্তে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী সাইফুল ইসলামকে ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এদিকে সাইফুল ইসলাম বলেন, আবির ছাত্রলীগ করেন বলে আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। সম্মিলিত সিদ্ধান্তে তাকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি। এখন যদি সভাপতি-সাধারণ সম্পাদক অস্বীকার করেন, তাদের বিরুদ্ধে আমরা অনাস্থা দেব।
তবে জেলা ছাত্রদলের সভাপতি শেখ হাফিজ উল্লাহ বলেন, সম্প্রতি জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর থেকে কারো সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে এবং দলের নির্দেশনা ছাড়া সাইফুল ইসলাম নিজের ইচ্ছামতো প্রেস বিজ্ঞপ্তি দেয়, যা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল। আমাদের গঠনতন্ত্রের ৬-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এখন তাকে স্থায়ী বহিষ্কারের জন্যে চিঠি পাঠিয়েছি কেন্দ্রে।
এদিকে ওই ছাত্রলীগ নেতা আবির মোহাম্মদ সোহাগ বলেন, কেন্দ্র ও জেলা-উপজেলা কমিটির নেতাদের সইয়ে আমি ছাত্রলীগের বিভিন্ন পদে আসি। ছাত্রলীগ দিয়েই আমার রাজনীতি শুরু। বিএনপির কর্মকাণ্ডে কখনই আমি ছিলাম না। এখন আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। আমার সঙ্গে আওয়ামী লীগের সবার সুসম্পর্কে ঈর্ষান্বিত হয়ে এটা করছে তারা। এমনকি বিভিন্ন ছবি এডিট করে ফেসবুকে দিচ্ছে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ এনে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সঙ্গে কমিটি থেকে বিতর্কিত নেতাদের নাম বাদ দিতে এক সপ্তাহ সময় দেন তার।
এমএসএম / জামান

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে
Link Copied