৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মধুখালীতে র্যালি ও আলোচনা সভা
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার সভাপতিত্বে ৫০তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। সমবায় সমিতির গুরুত্ব দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, উপজেলা সমবায় কার্যালয়ের কম্পিউটার অপারেটর মো. হাহিবুর রহমান।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- বেলেশ্বর রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লি.-এর সভাপতি সুখেন মজুমদার, বাগাট মৈত্রী সমবায় সমিতির লি.-এর সভাপতি মো. মিজানুর রহমান সরদার ও সৃজনী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.-এর সভাপতি মো. ওবায়দুর রহামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান।
এমএসএম / জামান