ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. জমির সিকদার বাঁশখালী কলেজের সভাপতি মনোনীত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ৩:২৬

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খ্যাতনামা গবেষক ও লেখক ড. জমির উদ্দিন সিকদার চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। গত ৩ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, অ্যাডহক কমিটির আগামী ২৮ এপ্রিল ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে সংবিধান সংবিধি-২০১৯-এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর এ মনোনয়ন যে কোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

গভর্নিং বডিতে সভাপতি-সদস্য সচিব ছাড়া মোট ৪ জন সদস্য থাকবেন। পদাধিকারবলে কলেজ অধ্যক্ষ সদস্য সচিব। কলেজের প্রতিষ্ঠাতার মধ্য থেকে একজন সদস্য, যিনি সভাপতি কর্তৃক মনোনীত হবেন। বাকি আরেকজন সদস্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত সংক্রান্ত বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে তিনি স্বীকার করেন। ড. জমির উদ্দিন সিকদারকে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করায় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বাঁশখালীর সর্বস্তরের লোকজন ধন্যবাদ জানান। 

ড. জমির উদ্দীন সিকদার বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। ড. জমির উদ্দিন সিকদার ১৯৭৫ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। তার বাড়ি বাঁশখালী উপজেলার শীলকূপ গ্রামে। তার পিতা রাজা মিয়া সিকদার ও মাতা শাহজাহান বেগম। শিক্ষাজীবনে তিনি বিকম অনার্স, ব্যবস্থাপনা বিষয়ে এমকম, ভারত থেকে এসবিপিপি, যুক্তরাজ্য থেকে সিএপিপি ও ডিবিএ ডিগ্রি লাভ করেন। এছাড়া পিএইচডি (এআইএস) ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তার স্ত্রী ডা. শালিমা সিকদার শিউলী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

ড. জমির উদ্দিন সিকদার ৯০ দশকে এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মধ্যদিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯০ থেকে ৯২ সাল পর্যন্ত সাতকানিয়া সরকারি কলেজে ছাত্রলীগের তুখোড় কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৯২ থেকে ৯৭ সাল পর্যন্ত চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি ১৯৯৪ সালে গঠিত চট্টগ্রাম সর্বদলীয় ছাত্র-সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীর ইতিবাচক দৃষ্টি আকর্ষণে সক্ষম হন।

এমএসএম / জামান

মিয়ানমারে পাচারকারে দুই কিশোর উদ্ধার, আটক এক রোহিঙ্গা পাচারকারী

উখিয়া ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নারী আইনজীবী অ্যাডভোকেট সারিকার মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

রাঙামাটিতে পাহাড় নিধনে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন

কাউনিয়ায় জাল সার্টিফিকেট ব্যবহার করে স্কুল কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা

মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ত্রুেস্ট বিতরণ

মুরাদনগরে প্রশাসনের অভিযানের ক্ষতি নেই ড্রেজার ব্যবসায়ীদের

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আমিনুর রহমান টুকু স্মরণে দোয়া মাহফিল

হাতিয়ায় ঋণ না পেয়ে হীড সংস্থার কার্যালয়ে এক ব্যবসায়ীর বিষপানে আত্মহত্যার অভিযোগ

লোহাগাড়ায় সাউথইস্ট ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুরে অবরোধ, দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

দিনমজুর হত্যা মামলার আসামি নজির আহমদ কাতারে পালিয়ে যেতে চাচ্ছে