তানোরে কৃষিবিজ্ঞানীকে আটকে রেখে গবেষণা প্লট তছনছ

রাজশাহীর তানোরে রাষ্ট্রপতির স্বর্ণপদকপ্রাপ্ত স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদের ১০ বছরের গবেষণালব্ধ ৬২ জাতের ধান একত্র করে তছনছ করা হয়েছে। তার গবেষণা প্লটে রোপণ করা ধান নষ্ট করে ভেতর দিয়ে ট্রলি পার করা হয়েছে। চিৎকার করে বাধা দিতে গেলে তাকে আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তানোর সদরের গোল্লাপাড়া মহল্লায় গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার রাতেই গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা আবদুল ওহাব (৪২) ও অঞ্জন মালাকারের (৪৫) বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নূর মোহাম্মদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাবের নির্দেশে এই বিজ্ঞানীকে মারধর করে তার গবেষণা প্লটের ধান নষ্ট করা হয় বলে অভিযোগে দাবি করেন নূর মোহাম্মাদ। এতে তার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়নি।
নূর মোহাম্মাদ জানান, তানোর সদরের গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা নূর মোহাম্মদ দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বরেন্দ্রভূমিতে প্রায় প্রতি বছরই খরায় নষ্ট হয়ে যায় ধান। সেই ধান রক্ষা করতেই কাজে লেগে যান তিনি। নিজের মাটির ঘরটাকে বানিয়ে ফেলেন গবেষণাগার। সেখানেই তিনি ধান নিয়ে নতুন নতুন উদ্ভাবন শুরু করেন। এ পর্যন্ত সংকরায়নের পর নূর মোহাম্মদের কৌলিক সারির সংখ্যা দাঁড়িয়েছে দুই শতাধিক। এগুলোর মধ্যে চার-পাঁচটি ধান জাত হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এর আগে তিনি খরাসহিষ্ণু, সুগন্ধী ও স্বল্প জীবনকালের ধান উদ্ভাবন করেছেন।
কৃষি উৎপাদনে সাফল্যের জন্য নূর মোহাম্মদ ২০০৫ সালে পান রাষ্ট্রপতির স্বর্ণপদক। সেরা কৃষি উদ্ভাবন শ্রেণিতে তীর-প্রথম আলো কৃষি পুরস্কার-২০১৮ পেয়েছেন এই কৃষিবিজ্ঞানী। এমন একজন মানুষকে ওহাব সরদারের হুকুমে একদল শ্রমিক তুলে নিয়ে এক জায়গায় আটকে রেখে মারধর করে। অন্যরা তার গবেষণার প্লট নষ্ট করে ট্রলি পার করে নিয়ে যায়। তবে গাড়ি পার করা হলে তাকে ছেড়ে দেয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, গোল্লাপাড়া মহল্লায় সোমবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় অঞ্জন মালাকারের (৪৫) জমির ধান কাটা হচ্ছিল। সেখানে টিটু নামের চাঁপাইনবাবগঞ্জের একজন আর ওহাব সরদারের নেতৃত্বে ২৪-২৫ জন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। পাশে নূর মোহাম্মদের গবেষণা প্লটের ছোট ছোট অংশে বিভিন্ন জাতের ধান ছিল। এরমধ্যে কিছু ধান কাটা ছিল, কিছু এখনো কাটা হয়নি। তারা নূর মোহাম্মদের গবেষণা প্লটের ৬২ জাতের কাটা ধান একত্র করে এবং জমির খাড়া ধান নষ্ট করে ট্রলি পার করছিল। এ সময় তিনি বাধা দিতে গেলে সেখানে উপস্থিত যুবলীগ নেতা আবদুল ওহাব সরদার (৩৮) হুমকি দিয়ে বলেন, আমরা পুলিশের ভয় করি না। তোর যা করার তুই কর। অঞ্জন মালাকার হুমকি দিয়ে বলেন, তোর কোন বাপ আছে, ডেকে নিয়ে আয়। আমরা তোর জমির ওপর দিয়েই ধানের ট্রলি পার করব।
তাদের হুকুম পেয়ে একদল শ্রমিক নূর মোহাম্মদকে তুলে নিয়ে এক জায়গায় আটকে রেখে মারধর করে। অন্যরা তার গবেষণা প্লট নষ্ট করে ট্রলি পার করে নিয়ে যায়। গাড়ি পার করা হলে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যায়।
এ ব্যাপারে ওহাব সরদারের সাথে কথা বলা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে মিথ্যা, বানোয়াট এবং তারা আমার প্রতি ষড়যন্ত্র করছে বলে জানান।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের মোবাইলে ফোন দেয়া হলে তিনি বলেন, অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির
Link Copied