বাঁশখালীর ছনুয়া-পুঁইছড়ি সংযোগ সেতুটি যেন মরণফাঁদ
![](/storage/2021/November/yneIyq73mh0gRjxzqBwn5uVfzbf0vV6kWm5aiQfn.jpg)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকা ছনুয়া-পুঁইছড়ির জনসাধারণের যাতায়তের অন্যতম মাধ্যম সংযোগ বেইলি ব্রিজের পাটাতন মরিচা ধরে খসে পড়ায় একেবারে চলাচল বন্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। তাছাড়া বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নসহ অন্যান্য এলাকার লোকজনদের সাথে কুতুবদিয়ার জনসাধারণ চলাচলের বিকল্প মাধ্যমও এ বেইলি ব্রিজটি।
বিগত দীর্ঘ ৪ বছর সময়কাল ধরে অচলাবস্থায় পড়ে থাকা ঝুঁকিপূর্ণ এ বেইলি ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে সাধারণ লোকজন। মানুষের প্রয়োজনে জরুরি কাজে ব্যবহৃত সব যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। প্রতিদিন এই বেইলি ব্রিজ দিয়ে চলাচল করে রাজখালী বি ইউ আই ফাজিল মাদরাসা, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাখালী আরব শাহ্ বাজার, ছনুয়া মনুমিয়াজী বাজারসহ এলাকার বিভিন্ন নুরানি মাদরাসার শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে চলাচলরত যাত্রীরা প্রতিনিয়ত কোনো না কোন দুর্ঘটনার কবলে পড়ছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রায় অর্ধলক্ষ মানুষের চালচলের মাধ্যমে ছনুয়া-পুঁইছড়ি সংযোগ বেইলি ব্রিজটি দীর্ঘ ৪ বছর ধরে অকেজো হয়ে পড়ে থাকায় যানবাহন চলাচল দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে চলাচল করাও মুশকিল হয়ে পড়েছে। মেরামতে স্থানীয় কোনো জনপ্রতিনিধি এমনকি উপজেলা প্রশাসনও এগিয়ে আসেনি। জনগুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে প্রতিদিন অন্তত ৩-৪ হাজার লোকজন চলাচল করে। এ পর্যন্ত সেতুটি পারাপার হতে গিয়ে পাটাতনে পা আটকে পঙ্গুত্ববরণ করেছে শিশু-কিশোর, বৃদ্ধ ও স্কুলশিক্ষার্থীসহ অনেকেই। এলাকার সচেতন মহল স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিলেও কোনো প্রতিকার পাননি বলে জানান তারা।
স্থানীয় জাহেদ সওদাগর বলেন,জনগুরুত্বপূর্ণ বেইলি সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে উপজেলার প্রধান সড়কের সাথে আমাদের এ উপকূলীয় অঞ্চলের লোকজনের যাতায়ত বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, গর্ভবতী মহিলা রোগী, বৃদ্ধাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সভ্যতার চরম উৎকর্ষতায় এ ধরণের অনুন্নত অবকাঠামো মেনে নেওয়ার মতো নয়। সারাদেশের বিভিন্ন অঞ্চলে সরকারের উন্নয়ন কর্মকান্ডের জোয়ার বয়ে গেলেও বাঁশখালী উপজেলার ছনুয়া উপকূলীয় এলাকার লোকজনদের ভাগ্য পরিবর্তন হয়নি। স্বাভাবিকভাবে লোকজন ও যানচলাচলেরর উপযোগী করার জন্য বেইলি সেতুটি দ্রুত মেরামতে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, আরবশাহ্ বাজার থেকে ১হাজার মিটার উত্তরে অবস্থিত পুঁইছড়ি-ছনুয়া স্টিলের বেইলি সেতুটি বিগত ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে নির্মাণ করা হয়। লবণ বোঝাই ট্রলি চলাচলের কারণে সেতুরর পাটাতন নষ্ট হয়ে যায়। পরে ২০১৭ সালে বাঁশখালী উপজেলা পরিষদের পক্ষ থেকে তৎকালীন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম সেতুটি সংস্কার করেন।কয়েক বছর যেতে না যেতেই লবণাক্ততার কারণে মরীচিকা ধরে যায় পাটাতনে। এই সেতু দিয়ে যাতায়াত করেন ছনুয়া ও পুঁইছড়ি ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ।
এবিষয়ে ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুন রশীদ বলেন, বেইলি সেতুটি ছনুয়া-পুঁইছড়ি এলাকা জনসাধারণের যোগাযোগ মাধ্যম তা নয় বরং কুতুবদিয়া সহ পুরো উপকূলীয় অঞ্চলের যোগাযোগ মাধ্যমও বটে।তাই তিনি নিজেও অনেক বার এ সেতুটি দ্রুত মেরামত করার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান হারুন রশীদ।এব্যাপারে বাঁশখালী উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া দৈনিক সকালের সময় প্রতিবেদককে বলেন,ছনুয়া -পুঁইছড়ি সংযোগ বেইলি সেতুটির পাটাতন গুলো নষ্ট হয়ে যাওয়াতে জনসাধারণ চলাচল করতে পারছেনা,তাই সেতুটির মেরামতের জন্যে আমরা উপজেলা থেকে ৩৫-৪০ লক্ষ টাকার প্রাক্কলন প্রস্তুত করে পাঠিয়েছি।ঢাকা থেকে একটা টিম ভিজিটে আসার কথা রয়েছে। এলজিইডির টিম পরিদর্শনে আসবে। উনারা পরিদর্শনের পর অনুমোদন দিয়ে দেবেন।খুব শিগগিরই সেতু মেরামত করা সম্ভব হবে বলে আমি আশা করছি।
এ সময় তিনি আরো বলেন, বাঁশখালীর উপকূলীয় এলাকায় যে সব সেতু স্টীলের পাটাতন দ্বারা নির্মিত ছিলো ওইসব সেতু দিয়ে লবণের ট্রাক চলাচলের সময় লবণাক্ত পানি ও কাঁদা মাটির কারণে বেইলি সেতুর পাটাতন গুলোতে মরিচিকা ধরে খুব দ্রুত নষ্ট হয়ে পড়ে।যার ফলে সাধারণ মানুষ চলাচল করাও মুশকিল হয়ে যায়।
এমএসএম / জামান
![](/storage/2025/February/nIKFlzFQAWxtZjUqEE6JuUmHCUFoYp9nLQQZrfNQ.jpg)
রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
![](/storage/2025/February/QOJj9rgHCS8FmIrXcOxCSjTiV4xiWzEMSYkLkdDR.jpg)
নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
![](/storage/2025/February/FrEtnSUC7VUZJilGaP7ycKUZgZVyqzSxgknZmgVP.jpg)
বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন
![](/storage/2025/February/Zjq0MJMQpzv9Nk5gHtn2tzFJfGX19HrgZ9y6VAA8.jpg)
শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম
![](/storage/2025/February/NRJ4vg1paP9XscGRDodDRdzIpKm9MlfDtHZINmJh.jpg)
দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
![](/storage/2025/February/DKzQH0mvEagnuZlL5LkxMIxJLDdbSpgN7u8fpjbZ.jpg)
আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
![](/storage/2025/February/xX6lgmhSL1T2BPrVIu3FaobTmMOCJ4l7RHZkT67t.jpg)
এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন
![](/storage/2025/February/PiY2wZlKj8dHk8qwQyqyqiRVjSPRoJ9JpD5eBVXS.jpg)
বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার
![](/storage/2025/February/OEjeTgXmVQtBonlJZEg7vgiLrwOvvBZOeazbSQoL.jpg)
অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ
![](/storage/2025/February/2SG8VtpHjKiLsEqFClhXMnZyv8xWtSzTwA9b7rox.jpg)
ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি
![](/storage/2025/February/WqSEQXHT8FQ4qQDrrpLaIK6GWIjNkOaZLjiz9cWQ.jpg)
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার
![](/storage/2025/February/nUDfthQJmTEm6r8crNdLAwNslRdrQ1dMeqlFRDWK.jpg)
মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর
![](/storage/2025/February/uabXsSXMs9I2Q0AdXamZ06i3MJ3Gmr0CnT7VqXaI.jpg)