ঊনপঞ্চাশ পাউন্ডের কেক কেটে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঊনপঞ্চাশ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঊনপঞ্চাশ পাউন্ডের কেক কেটে দিবসটি উদযাপন করেছে আদাবর থানা যুবলীগ। স্বাধীনতা পরবর্তী সময়ে আদর্শবান যুব সমাজ গড়ার প্রত্যয়ে, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১১ ই নভেম্বর ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মনি। ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৭৪ সালে বিশিষ্ট যুব সংগঠক শেখ ফজলুল হক মনিকে চেয়ারম্যান ও এডভোকেট সৈয়দ আহমেদ কে, সাধারণ সম্পাদক করে যুবলীগের প্রথম কমিটি ঘোষনা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় ঐতিহ্যবাহী যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল আন্দোলন সংগ্রাম সহ দেশের উন্নয়ন অগ্রগতিতে অসামান্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
প্রায় পাঁচ দশকের দীর্ঘ লড়াই-সংগ্রামের পথ পরিক্রমায় যুবলীগ বর্তমানে দেশের এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন সংকটে ভূমিকা রেখে চলেছে এই ঐতিহ্যবাহী যুব সংগঠনটি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এই সংগঠনের নেতাকর্মীদের আত্মত্যাগও রয়েছে অতুলনীয়। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই সংগঠনের কর্মী নূর হোসেনের আত্মত্যাগ আজও স্বরণ করা হয় মর্যাদার সাথে।
৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৬ টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয় আদাবর থানা যুবলীগের আহবায়ক আরিফুর রহমান তুহিন ও যুগ্ন আহবায়ক হাসানুজ্জামান হিটুর নেতৃত্বে হাজারো যুবলীগের নেতা কর্মীদের স্বঃতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্য রয়েছে সকাল ছয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,। সঅকাল ৯ টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি ও ১৫ আগস্টের সকল শহীদদের কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ গ্রহন। দিনশেষে রাত ৮ টায় আদাবর থানা যুবলীগের শিয়া মসজিদ সংলগ্ন রিংরোডে যুবলীগের নিজস্ব কার্যালয়ে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৯ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষনা করা হয়।
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে,আদাবর থানা যুবলীগ কার্যালয়ে শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আদাবর থানা যুবলীগের আহবায়ক আরিফুর রহমান তুহিন। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে আরিফুর রহমান তুহিন বলেন,বাংলাদেশ যুবলীগ সবসময় দেশের মানুষের কল্যায়নে কাজ করে যাচ্ছে।এবং দেশের যেকোনো দুর্যোগের সময়ও সবার আগে এগিয়ে আসে বাংলাদেশ যুবলীগ। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার,,নির্দেশে করোনার সময়ও ব্যাপক ভাবে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে সহযোগিতা করেছেন। তিনি বলেন যুবলীগ নেতা হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। সেই সাথে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির আত্মার মাগফেরাত কামনা করেন।এবং বর্তমান যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ,এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর জন্য দীর্ঘায়ু কমনা করেন,এই যুবলীগ নেতা। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আদাবর থানা যুবলীগের যেসকল যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন তারা হলেন আলমগীর হোসেন,আদাবর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক। জয় প্রকাশ বড়ুয়া, আদাবর থানা যুবলীগ,যুগ্ন আহবায়ক। উপস্থিত ছিলেন, আদাবর থানা ৩০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ। উপস্থিত ছিলেন আদাবর থানা ১০০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরুখ জাহান পাপ্পু এবং ১০০ নং ওয়ার্ড যুবলীগর সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠনের ৬ আসামী গ্রেফতার
কালীগঞ্জে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী
মনপুরা উপজেলার গাছ গুলো যেন প্রচার খুটি নেই প্রশাসনের তদারকি
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় হোসেনপুর পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কোনাবাড়ীতে সার্ভিস বেনিফিটের দাবিতে অব্যাহতিকৃত শ্রমিকদের বিক্ষোভ
গোবিপ্রবিতে অস্বচ্ছল ও মেধাবী ২৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
মেহেরপুর সদর উপজেলা গোল্ডকাপ ভলিবল বারাদী ইউনিয়ন চ্যাম্পিয়ন
যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছাত্রীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সিংগাইরে ৩৯২ শতাংস জমির দখল বুঝে পেল প্রকৃত মালিকগণ
মাধবপুরে শেষ বিদায়ের অপেক্ষায় লাশবাহী গাড়িতে আফরোজ
চিলমারীতে ভেড়া পালনে বদলে যাচ্ছে চরবাসীর জীবিকা
Link Copied