ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

পটিয়ায় সাহিত্য বিশারদ সড়কে কাউন্সিলরের আক্রোশে কাব্যকুঞ্জ ভবনের উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-১১-২০২১ দুপুর ৩:২২

চট্টগ্রামের পটিয়া  পৌরসভার ইন্দ্রপোল-সুচক্রদন্ডি আবদুল করিম সাহিত্য বিশারদ সড়ক সম্প্রচারণ প্রকল্পে বাইরে জায়গা থাকা শর্তেও কাউন্সিলরের ব্যক্তিগত আক্রোশে সাহিত্য বিশারদ সুহৃদ সভাপতি কবি ও ছাড়াকার শহীদুল আলমের বাড়ি" কাব্যকুঞ্জের" উপর দিয়ে জোর পূর্বক অবৈধভাবে রাস্তা ও ড্রেন নির্মানের অভিযোগ উঠেছে। ইচ্ছাকৃতভাবে স্থানীয় কাউন্সিলর এ কাজে জড়িত থাকায় বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহল ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 
জানা গেছে, পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে গুরুত্বপূর্ণ এই সড়কটি সম্প্রসারণে ১৩ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। চলমান এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তৌহিদ এ্যান্ড ব্রাদার্স-এমএনই(জেবি) কাজের ২৫% শেষ হয়েছে মাত্র। সড়কটি ১৫ ফুট প্রশস্থ থাকলেও এটিকে ১৮ ফুট প্রশস্থ করার অপ্রয়োজনীয় বলে মনে করছেন এলাকার অনেক মানুষ। কারণ সড়কটি একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের আভ্যন্তরীন সড়ক। দিনের অধিকাংশ সময় রিকশা আর ২/১ টি টেক্সি ছাড়া অন্যকোন যানবাহন চলাচল করেনা। পৌরসভার দাবী এটি সিট অনুযায়ী রয়েছে ২৫ ফুট রাস্তা। সাহিত্য বিশারদ সুহৃদ সভাপতি ও আওয়ামী লীগ নেতা শহিদুল আলীম অভিযোগ করেছেন, অপর পাশে জায়গা থাকলেও তার বাড়ির বাউন্ডারি ওয়ালের ভিতরে জোরপুর্বক অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ভেঙে রাস্তা কাজ করার চেষ্ঠা করছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রুপক সেন ব্যক্তিগত স্বার্থে বাড়িটি দখলের জন্য ভিতরে রাস্তা নির্মাণ করাচ্ছে। অথচ নিজের ক্রয়কৃত জায়াগা থেকে ২ ডিসিমি ছেড়ে দিয়ে বাড়ি ও বাউন্ডারী ওয়াল নির্মান করেছেন। রাস্তার উত্তর পাশে তার বাড়ি অবস্থিত। দক্ষিণ পাশে রাস্তা সম্প্রসারণ না করে তার বাড়ির  ভিতর রাস্তা করার ঘটনায় এলাকবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি এলাকাবাসী জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী ও পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুলকেও জানানো হয়েছে। বাস্তব চিত্র হলো কবি শহিদুল আলীম ৪ শতাংশ রাস্তার জন্য ছেড়ে দিয়ে বাউন্ডারি ও নির্মাণ করেছেন। রাস্তার দক্ষিণ পাশে  পৌরসভার সরকারি জায়গা বাদ দিয়ে শহীদ আলিমের বাড়ির দিকে  জোর পূর্বক ঠেলে দেয়া হয়েছে। তিনি বলেন পৌরসভা তার প্রতি ক্ষমতার অপব্যবহার ও বিদ্বেষ পোষণ করছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সড়কটি ১৮ ফুট উন্নয়ন, আরসিসি ড্রেন নির্মাণ ও সড়ক বাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। কিন্তু পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা শহীদুল আলমের বাড়ির দক্ষিণ পাশে রাস্তার জায়গায় অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করার কারণে এই জটিলতা দেখা দিয়েছে। স্থাপনাটি না ভেঙে তার বাড়ির দিকে রাস্তা ঠেলে দেয়ায় তিনি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। গত সোমবার কয়েকজন দায়ত্বশীল কাউন্সিলর উপস্থিতে পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ মামুন রাস্তাটি পরিমাপ করেন। এতে সিট অনুযায়ী রাস্তা ২৫ ফুট হলেও বর্তমানে মিলেছে ১৫ ফুট। রাস্তার বাকি জায়গা অপর পাশে লোকজন কৌশলে দখল করে রেখেছে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব। ব্যক্তিগত বিরোধের বিষয়ে জানার জন্য স্থানীয় কাউন্সিলর রুপক সেনের সাথে যোগাযোগ করা হলে মোবাইলে পাওয়া যায়নি। এসময় তারা স্থাপনা দ্রুত সরিয়ে নিতে ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন। পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ মামুন বলেন, কাব্যকুঞ্জ ভবনের সুন্দর নষ্ট করতে অপচেষ্টা করতেছে কবি সাহেব তো ভাল মানুষ উনি নিজেই মূল্যবান জায়গা ছেড়ে দিয়ে বাউন্ডারী নির্মাণ করেছে, জায়গাটি পরিমাপ করার জন্য উনি পৌরসভায় আবেদন করে সরকারি জায়গা বের করার অনুরোধ জানিয়েছে, তবে রাজনৈতিক বিরোধের কারণে উনাকে হয়রানি করা হচ্ছে বলে জানান।  পটিয়া মেয়র আইয়ুব বাবুল সাহিত্য বিশারদ সুহৃদ সভাপতি কবি শহিদীল আলীমের বাড়ির বাউন্ডারী নিয়ে ঝমেলা তৈরী হয়েছে বলে জানান, তবে যাতে অন্যায়ভাবে কারো ক্ষতি না হয় বিষয়টি মাথায় রেখে কাজ করা হবে বলে জানান। 

এমএসএম / এমএসএম

মিয়ানমারে পাচারকারে দুই কিশোর উদ্ধার, আটক এক রোহিঙ্গা পাচারকারী

উখিয়া ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নারী আইনজীবী অ্যাডভোকেট সারিকার মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

রাঙামাটিতে পাহাড় নিধনে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন

কাউনিয়ায় জাল সার্টিফিকেট ব্যবহার করে স্কুল কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা

মুকসুদপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ত্রুেস্ট বিতরণ

মুরাদনগরে প্রশাসনের অভিযানের ক্ষতি নেই ড্রেজার ব্যবসায়ীদের

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আমিনুর রহমান টুকু স্মরণে দোয়া মাহফিল

হাতিয়ায় ঋণ না পেয়ে হীড সংস্থার কার্যালয়ে এক ব্যবসায়ীর বিষপানে আত্মহত্যার অভিযোগ

লোহাগাড়ায় সাউথইস্ট ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফরিদপুরে অবরোধ, দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

দিনমজুর হত্যা মামলার আসামি নজির আহমদ কাতারে পালিয়ে যেতে চাচ্ছে