ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

উদ্বোধনের অপেক্ষায় ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিস


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ৪:৫৩
ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণকাজ শেষ হয়েছে। ‍এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। গতকাল মঙ্গলবার (৮ জুন) পৌর শহরের আর্ট গ্যালারিতে গিয়ে দেখা যায়, জেলা রেজিস্ট্রার অফিসের কাজ শেষের দিকে। চারতলা ভিতবিশিষ্ট চারতলা ভবনটি নির্মাণ শেষে উদ্বোধন হলে রেজিস্ট্রি কাজে নতুন গতি আসবে বলে মনে করছেন সবাই।
 
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, জেলা রেজিস্ট্রার অফিস নির্মাণকাজের জন্য প্রকল্পের নকশা অনুযায়ী চারতলা ভিতবিশিষ্ট চারতলা ভবন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। ২০১৮ সালের ১৪ মে দেড় বছর মেয়াদকাল ধরে চুক্তি করা হয়। তবে করোনার কারণে মেয়াদকাল আরো বৃদ্ধির জন্য আবেদন করা হয় বলে জানা যায়। প্রকল্পের চুক্তিমূল্য ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা। চারতলাবিশিষ্ট ভবনের প্রথম তলা ৫ হাজার ১৪৩ বর্গফুটের হবে। এতে গ্যারেজ, ব্যাংক বুথ, ভেন্ডর, ভিজিটর ওয়েটিং, মাতৃদুগ্ধ কক্ষ ইত্যাদি হবে। ৫ হাজার ১৪৩ বর্গফুটের দ্বিতীয় তলায় নকলনবিস, অফিস, রেকর্ড রুম, চেম্বার, ডায়াস, সাব-রেজিস্ট্রার এজলাস ইত্যাদি, ৫ হাজার ১৪৩ বর্গফুটের তৃতীয় তলায় সম্মেলন কক্ষ, অফিস রুম, জেলা রেজিস্ট্রারের চেম্বার, ডায়াস, রেকর্ড রুম ইত্যাদি এবং ৫ হাজার ১৪৩ বর্গফুটের চতুর্থ তলায় নকলনবিস, রেকর্ড রুম, রেকর্ড স্টাফ কক্ষ, তালাশকারী, ডিজিটাল রেকর্ড কক্ষ ইত্যাদি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন নির্মাণকাজটি ঢাকার সাভারের জিরানী বাজার রোডের মেসার্স সিকদার কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স করছে।
 
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান জানান, জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণকাজ প্রায় সমাপ্ত হয়েছে। মেয়াদকাল দেড় বছরের থাকলেও করোনার কারণে নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে এটির উদ্বোধন করা হতে পারে বলে জানান তিনি। নতুন এ ভবনের উদ্বোধনের পর জেলা রেজিস্ট্রার অফিসের কার্যক্রম শুরু হলে জনসাধারণের অনেক সুবিধা হবে।
 
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। কাজটি বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ।

এমএসএম / জামান

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা