ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

উদ্বোধনের অপেক্ষায় ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিস


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ৪:৫৩
ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণকাজ শেষ হয়েছে। ‍এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। গতকাল মঙ্গলবার (৮ জুন) পৌর শহরের আর্ট গ্যালারিতে গিয়ে দেখা যায়, জেলা রেজিস্ট্রার অফিসের কাজ শেষের দিকে। চারতলা ভিতবিশিষ্ট চারতলা ভবনটি নির্মাণ শেষে উদ্বোধন হলে রেজিস্ট্রি কাজে নতুন গতি আসবে বলে মনে করছেন সবাই।
 
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, জেলা রেজিস্ট্রার অফিস নির্মাণকাজের জন্য প্রকল্পের নকশা অনুযায়ী চারতলা ভিতবিশিষ্ট চারতলা ভবন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। ২০১৮ সালের ১৪ মে দেড় বছর মেয়াদকাল ধরে চুক্তি করা হয়। তবে করোনার কারণে মেয়াদকাল আরো বৃদ্ধির জন্য আবেদন করা হয় বলে জানা যায়। প্রকল্পের চুক্তিমূল্য ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা। চারতলাবিশিষ্ট ভবনের প্রথম তলা ৫ হাজার ১৪৩ বর্গফুটের হবে। এতে গ্যারেজ, ব্যাংক বুথ, ভেন্ডর, ভিজিটর ওয়েটিং, মাতৃদুগ্ধ কক্ষ ইত্যাদি হবে। ৫ হাজার ১৪৩ বর্গফুটের দ্বিতীয় তলায় নকলনবিস, অফিস, রেকর্ড রুম, চেম্বার, ডায়াস, সাব-রেজিস্ট্রার এজলাস ইত্যাদি, ৫ হাজার ১৪৩ বর্গফুটের তৃতীয় তলায় সম্মেলন কক্ষ, অফিস রুম, জেলা রেজিস্ট্রারের চেম্বার, ডায়াস, রেকর্ড রুম ইত্যাদি এবং ৫ হাজার ১৪৩ বর্গফুটের চতুর্থ তলায় নকলনবিস, রেকর্ড রুম, রেকর্ড স্টাফ কক্ষ, তালাশকারী, ডিজিটাল রেকর্ড কক্ষ ইত্যাদি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন নির্মাণকাজটি ঢাকার সাভারের জিরানী বাজার রোডের মেসার্স সিকদার কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স করছে।
 
ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান জানান, জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণকাজ প্রায় সমাপ্ত হয়েছে। মেয়াদকাল দেড় বছরের থাকলেও করোনার কারণে নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে এটির উদ্বোধন করা হতে পারে বলে জানান তিনি। নতুন এ ভবনের উদ্বোধনের পর জেলা রেজিস্ট্রার অফিসের কার্যক্রম শুরু হলে জনসাধারণের অনেক সুবিধা হবে।
 
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। কাজটি বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ।

এমএসএম / জামান

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য

সুরক্ষা দেয়াল না থাকায় সড়কের ধ্বস: ইউএনওর হস্তক্ষেপে চালু হলো অস্থায়ী যোগাযোগ

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

আড়িয়াল খাঁ নদে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

গুরুদাসপুরে জ্বলন্ত লাকড়ির আঘাতে শিশুর মৃত্যু

বরগুনায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু