তাড়াশে জলাবদ্ধতার কারণে ৫ বছর হয় না আমন ধানের চাষ
সিরাজগঞ্জের তাড়াশে অবাস্তব হলেও বাস্তবে জলাবদ্ধতার কারণে গত ৫ বছর ধরে আমন ধানের চাষ হয় না। উপজেলার পৌরসভার কিছু অংশ ও কয়েকটি গ্রামে অপরিকল্পিত পুকুর খনন ও রাস্তার পাশের খাল ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় ৫ হাজার বিঘা জমির আমন ধান চাষ করা কোনোদিন সম্ভব হবে কি-না তা নিয়ে সংশয়ে আছেন এলাকার কৃষি পেশার লোকজন।
সরেজমিন দেখা যায়, তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের তাড়াশ সদরের দক্ষিণ ও পূর্ব মাঠ, মাধবপুর, মথুরাপুর, বোয়ালিয়া ও সরাপপুর গ্রামের মাঠে ধানি জমিতে গত ৫ বছর ধরে অপরিকল্পিত শতাধিক পুকুর খনন আর গ্রামের আঞ্চলিক রাস্তার পাশে খাল ভরাট করা হয়েছে। মাঠের ভেতরে অপরিকল্পিত পুকুর খনন ও খাল ভরাট করায় বৃষ্টি ও বন্যার পানি বের হতে না পেরে অনেকগুলো গ্রামের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাঠে পানি জমে থাকায় এ বছরও কৃষকরা রবিশস্যের আবাদ করতে পারেনি। সেই সাথে ইরি ধান চাষ না করার সম্ভবনা রয়েছে।
তাড়াশ উপজেলা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের কৃষক সোলায়মান হোসেন জানান, গত ২ বছর উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের কাছে আমরা কয়েক গ্রামের অনেক কৃষক লিখিত অভিযোগ করেও এর কোনো সমাধান পাইনি। আমরা কৃষক মানুষ, কৃষি আবাদই আমাদের বেঁচে থাকার অবলম্বন। সেই আবাদ যদি না করতে তাহলে পারি আমরা বাঁচব কী খেয়ে।
বোয়ালিয়া গ্রামের কৃষক আশরাফ আলী ও মীর শহিদুল ইসলাম জানান, অদ্যাবধি খাল ভরাট ও পুকুর খননের কাজ বন্ধ হয়নি। আমাদের গ্রামসহ এই এলাকার কয়েকটি গ্রামের মাঠে পানিপ্রবাহের খালগুলো ভরাট করায় মাঠে জলাবদ্ধতায় আমরা ৫ বছর ধরে আমনের আবাদসহ অন্যান্য আবাদ করতে পারছি না। এ বিষয় নিয়ে গত বছর জলাবদ্ধতা দূর করার জন্য আন্দোলনের সূত্রপাত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্যালো মেশিন লাগিয়ে পানি সেচে বোরো ধানের আবাদ করা হয়েছিল এ বছর কী হবে জানি না।
এ ব্যাপারে তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা বলেন, প্রতি বছর অপরিকল্পিত পুকুর খনন, খাল ভরাট ও পানিপ্রবাহের ব্রিজের মুখ বন্ধ করার কারণে জলাবদ্ধতায় আমন ধানসহ অন্যান্য আবাদ কমে গেছে। এ সংক্রান্ত বিষয়ে কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি, আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে একাধিকবার অভিযান চালিয়ে খাল কেটে দিয়েছি ও পানি শুকানোর ব্যবস্থা করেছি। কিন্তু কতিপয় অসাধু ব্যক্তি নিজের স্বার্থে সরকারি নিষেধ অমান্য করে অত্যাধিক হারে খাল ভরাট ও পুকুর খনন করছে। ফলে জলাবদ্ধতার কারণে চাষাবাদ কমে গেছে।
এমএসএম / জামান
আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার
কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ
বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ
জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা
ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো
মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত