ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পরাজিত প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৪-১১-২০২১ বিকাল ৫:৯

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার ৪নং ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী হয়েই পরাজিত প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর এবং কর্মী-সমর্থকদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক। তিনি সদরের গোবিন্দকাটি গ্রামের মৃত মতিয়ার রহমান শেখের ছেলে।

জানা যায়, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মালেক। কিন্তু নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে একই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে তালা প্রতীকের প্রার্থী আজাদ হোসেনের কাছে পরাজিত হন। আজাদ হোসেন নির্বাচনে বিজয়ের খবর পেয়ে তার কর্মী মৃত শওকত আলীর ছেলে রানা, রবিউল মিস্ত্রির ছেলে সোহাগ হোসেন, আব্দুল মজিদের ছেলে আব্দুল আলিম, রেজওয়ান সরদারের ছেলে আবু হাসান, মৃত সিরাজ উদ্দীনের ছেলে গোলাম পরোয়ার, আহম্মদ আলীর ছেলে আবু মুছা, মৃত শহর আলীর ছেলে ওলিয়ার রহমান, জহির উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম, সিদ্দিক বিশ্বাসের ছেলে আজহারুল ইসলাম, জোহর আলীর ছেলে গফুর হোসেন, আবু বক্কর সিদ্দিকের ছেলে মোস্তাফিজুর রহমান, শাওন হোসেন, মৃত আজিজার ধাবকের ছেলে জিয়াউর রহমান, আবু সাদেকের ছেলে রইচ উদ্দীন, আব্দুল আলিমের ছেলে বাকী বিল্লাহসহ ২০-২৫ জন গোবিন্দকাটি তিন রাস্তার মোড়ে থাকা মালেকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। অফিসে থাকা চেয়ার-টেবিলসহ ৪টি হ্যান্ডমাইক, ১টি মাইক সেট, ১টি সাউন্ড বক্স ভাংচুর করে গুঁড়িয়ে দেয়, যার মূল্য ৪ লক্ষাধিক টাকা। একই দিন রাত ১০টার দিকে মালেকের কর্মী আলাউদ্দীনের বাড়িতে হামলা করে ভাংচুর করে, বাড়ির বিছলি গাদায় আগুন ধরিয়ে দিয়ে ক্ষতিসাধন করে।

এলাকাবাসী বলছেন, নির্বাচনে জয়ী হয়েই পরাজিত প্রার্থীর বাড়িতে নগ্ন হামলা চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় আজাদ। ট্রান্সপোর্ট ব্যবসার আড়ালে ঝাউডাঙা সদরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা ও বিদেশি মদ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করার অভিযোগ রয়েছে আজাদের বিরুদ্ধে। তাকে পাচারে সহযোগিতা করে আসছে একই এলাকার হাফিজুল, গোলাম, হব্বুল, ইসলাম ও নজরুলসহ কয়েকজন মাদক ব্যবসায়ী। ইতোমধ্যে তিনি ২০ বিঘারও বেশি জমি স্বনামে ও বেনামে বন্ধক রেখেছেন। দু‍ই স্ত্রীর জন্য মোজাইক-টাইলস দিয়ে পৃথক দুটি আলিশান বাড়ি বানিয়েছেন।

আজাদ হোসেনসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও