ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরায় ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

রাজাকারের সন্তানকে মনোনয়ন না দিতে কেন্দ্রে তৃণমূলের অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬-১১-২০২১ বিকাল ৫:০

সাতক্ষীরায় ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১০টিতে পরাজিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থী। বিতর্কিতদের দলীয় মনোনয়ন দেয়াকে নৌকার চরম ভরাডুবির কারণ হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। আগামী পঞ্চম ধাপের নির্বাচনে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন না দিতে অনেক দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতাকর্মী।

সাতক্ষীরার কালীগঞ্জে ও আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে রাজাকারের সন্তানদের মনোনয়ন না দেয়ার জন্য দীর্ঘদিন ধরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে আসছে নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা। চতুর্থ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার নৌকার মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ের ওপর রয়েছেন। ভুয়া তালিকা দিয়ে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎকারী, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, গেজেটভুক্ত রাজাকারের সন্তান, মুসলিম অধ্যুষিত ভোটার এলাকায় হিন্দু পরিবারের ভুয়া নাম দিয়ে তালিকা প্রস্তুতের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ নানান অপরাধে জড়িয়ে থাকা বিতর্কিতরাও যে কোনো মূল্যে নৌকার মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছে। নৌকা প্রতীক পাওয়ার জন্য প্রত্যাশীরা দেন-দরবার করছেন বিভিন্ন দপ্তর ও কেন্দ্রীয় নেতাদের কাছে।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, প্রভাবশালী এমপি ও স্থাণীয় জেলার নেতাদের ম্যানেজ করে বিতর্কিতরা কেন্দ্রে লবিং-এ ব্যস্ত রয়েছেন। বিএনপি প্রতীক নিয়ে মাঠে নেই, তা-ই নৌকা পেলেই বিজয় চূড়ান্ত এমন ভেবেই তৃণমূল নেতাকর্মীদের কোনো রকম মূল্যায়ন না করেই বিতর্কিতদের নৌকা প্রতীক দেয়ায় একের পর এক নৌকার ভরাডুবি হচ্ছে সাতক্ষীরায়। মাঠের অবস্থা যাচাই না করে বিতর্কিতদের মনোনয়ন দেয়ায় দ্বিতীয় ধাপের নির্বাচনে সাতক্ষীরার ১৩ ইউপির ১০টিতে নৌকার ভরাডুবি হয়েছে। জয় পেয়েছে মাত্র ৩টিতে। নৌকার চরম ভারাডুবির কারণে বিতর্কিতদের মনোনয়ন না দিতে এবার দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরারব অভিযোগ দাখিল করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৮নং খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল কুদ্দুস মোল্ল্যা।

তৃণমূল নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরে প্রেরিত বিভিন্ন লিখিত অভিযোগপত্রে জানা গেছে, আসন্ন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমও বিতর্কিতদের একজন। তিনি গদাইপুর গ্রামের গেজেটভুক্ত রাজাকার ও যুদ্ধপরাধী মামলার আসামী মৃত মোজাহার সরদারের ছেলে। তার বড় ভাই আব্দুল আলীম ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক। মেজ ভাই জুলফিকার আলী জুলি উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক। আরেক ভাই বিএনপির সদস্য। চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে রয়েছে আওয়ামী লীগ নেতা শরবত আলী মোল্লা হত্যা, বোমা বিস্ফোরণ, ধর্ষণ, আগুনে পুড়িয়ে হত্যা ও এান আত্মসাৎসহ একাধিক চার্জশিটভুক্ত হত্যা এবং চাঁদাবাজিসহ ১৫টি মামলা ও ৫টি জিডি রয়েছে।

এছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলন, ৯টি ওয়ার্ডে ভুয়া ব্যাক্তিদের নাম দিয়ে ভিজিএফসহ গরিব-দুখীদের জন্য বরাদ্দ সরকারের দেয়া ল‍াখ লাখ টাকা আত্মসাৎসহ ৪নং ওয়ার্ডের পারিশামারি ও দেয়াবার্ষিয়া গ্রামের মুসলিম অধ্যুষিত এলাকায় ১০৮ জন হিন্দু পরিবারের নাম দিয়ে বরাদ্দকৃত ত্রাণ আত্মসাৎ মামলা পিবিআইয়ে তদন্তাধীন রয়েছে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা শরবত মোল্যা হত্যা মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঢাকা থেকে গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। রাজাকারের সন্তান নৌকার মনোনয়ন চাওয়ায় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ফুঁসে উঠেছেন তৃণমুলের নেতাকর্মীরা।

আশাশুনি উপজেলার ৮নং খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল কুদ্দুস মোল্ল্যা জানান, চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম একজন বিতর্কিত ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় গদাইপুর গ্রামে মুক্তিযোদ্ধা নওশের আলী সরদারকে তার বাবা কুখ্যাত রাজাকার মোজাহার মিলিটারি রাজাকার ক্যাম্পে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। ওই ঘটনায় মুক্তিযোদ্ধার পুত্র নাজিমুদ্দীন বাদী হয়ে মামলা করেন। মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ  ট্রাইবুনালে বিচারাধীন। ১৫টি মামলার আসামি রাজাকারের সন্তান শাহনেওয়াজ ডালিমকে নৌকার মনোনয়ন  না দেয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম তার বিরুদ্ধে ‍আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, পিতা মোজাহার সরদারের বিরুদ্ধে রাজাকারের অভিযোগ এনে একটি মহল যে অভিযোগ করেছিল সে অভিযোগকারীরা তা প্রমাণ করতে পারেনি। তিনি রাজাকার ছিলেন না মর্মে গত ১০ অক্টোবর তদন্তকারী কমিটি একটি প্রতিবেদন দিয়েছে। তিনি বলেন, ১৫টি নয়, ৬টি মামলা ছিল, তিনটি খারিজ হয়েছে গেছে। বর্তমানে শরবত মোল্যা হত্যাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ভুয়া ব্যক্তিদের নাম দিয়ে কোনো অর্থ আত্মসাৎ করা হয়নি।

আগামী সপ্তাহে আশাশুনি উপজেলায় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা আসতে পারে মন্তব্য করে শাহনেওয়াজ ডালিম জানান, তিনি নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করতে চান।

উল্লেখ্য, তৃতীয় ধাপের নির্বাচনে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে গেজেটভুক্ত রাজাকারের সন্তান গাজী শওকাত হোসেনকে নৌকার মনোনয় দেয়ায় দলীয় নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের আন্দোলনের মুখে গাজী শওকাত হোসেনের মনোনয়ন বাতিল করে পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বজল মুখার্জী দলীয় মনোনয়ন পান।

সাতক্ষীরায় চতুর্থ ধাপের নির্বাচন হবে শ্যামনগরের ১২টির মধ্যে ৯টি ইউনিয়নে। আগামী ২৩ ডিসেম্বরের নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপে ব্যস্ত রয়েছেন।

এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও