তাড়াশে নৃগোষ্ঠী শ্রমিকদের মূল্য ৩০০ টাকা, কিনতে পারছেন না নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি
সিরাজগঞ্জের তাড়াশে নৃগোষ্ঠীর শ্রমিকদের দিন হাজিরা ৩০০ টাকা হওয়ায় তারা কিনতে পারছেন না নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের মাঠে আমন ধান কাটার সময় ক্ষোভ করে সাংবাদিককে এ কথা বলেন কর্মরত শ্রমিকরা। বলাটাই তো স্বাভাবিক। কেননা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম যেভাবে বাড়ছে, তা যদি চলতে থাকে তাহলে শ্রমিক শ্রেণির জনগণের অবস্থা হবে আরো কষ্টদায়ক। পণ্য বাজারের চাহিদা মেটাতে এসব পেশার মানুষদের হিমশিম খেতে হচ্ছে। বাজারে গেলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শুনে এসব শ্রেণির মানুষজন মাথায় হাত দিয়ে চাহিদার অপ্রতুল্য রেখে বাজার করে সংসার চালাচ্ছেন।
সরেজমিন গত রোববার (১৪ নভেম্বর) দুপুরের দিকে ধান কাটার ছবি সংগ্রহ করতে গেলে দেখা যায়, ওই মাঠে দুলাল চন্দ্র রায়ের জমিতে আমন ধান কাটছেন ৮-১০ জন নৃগোষ্ঠীর শ্রমিক। সাংবাদিকদের দেখে তারা ক্ষোভে নিজেদের দুঃখ-দুর্দশার কথা বলতে থাকেন। তারা বলেন, ভাই কী হবে ছবি তুলে, আমাদের দুঃখ কে দেখবে?
নৃগোষ্ঠী পরিবারের শ্রমিক মিনতি রানী জানান, সারাদিন কাজ করে শ্রমিকের মূল্য যে টাকা পাই তা দিয়ে আমাদের সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। দিনোন্তে ৩০০ টাকা পেয়ে চাল, ডাল, তরিতরকারি কিনতে গেলে টাকা আরো ঘাটতি পড়ে। তারপরও বাঁচতে হলে তো খেতে হবে। তাই কষ্ট হলেও কোনোরকম চাহিদা পূরণ করে সংসারের অন্য সদস্যদের মুখে খাবার তুলে দিতে এই দিনমুজুরের টাকা আয় করছি।
এ বিষয়ে ওই জমির মালিক দুলাল চন্দ্র রায় জানান, আমি নিজে ও আমার স্ত্রী এই ধান কাটার কাজ করছি। ধান কাটা ও বহন বাবদ প্রতিদিন ৩০০ টাকা করে দেই। আমি নিজেও শ্রমিক। আমরা দিন হাজিরা দিয়ে যে টাকা পাই তা দিয়ে আমাদের চাহিদা মেটে না। তবে যারা চুক্তিতে ধান কাটছেন তারা বিঘাপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় কাটছেন। ধান বহন মালিকের দায়িত্বে।
এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার আলী বলেন, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হওয়ায় শ্রমিকের মূল্য কমে গেছে। শ্রমিকের মূল্য কমে যাওয়া ও বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি পাওয়ায় শ্রমিক পেশার মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাজারের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এমএসএম / জামান
নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি
বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল