ঢাকা পিআইডি প্রতিনিধি দলের চট্টগ্রাম পিআইডি পরিদর্শন

তথ্য অধিদফতর ঢাকার চার সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম পিআইডি কার্যালয় পরিদর্শন করেছে। সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস অ্যান্ড মিনিস্ট্রিয়াল পাবলিসিটি) মোহাম্মদ সাইফুল্লাহ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্য সদস্যরা হলেন- সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রোটোকল) মো. আবদুল জলিল, সহকারী প্রধান আলোক চিত্রগ্রাহক মো. ইসমাইল, হিসাব শাখার অফিস সহকারী মো. তোফায়েল আহমেদ। প্রতিনিধি দল সকালে প্রথমে চট্টগ্রাম পিআইডির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। এ সময় তারা চট্টগ্রাম পিআইডির বঙ্গবন্ধু কর্নার, ফটোগ্যালারি, বর্ষপঞ্জিকা, সংবাদ কক্ষ, সম্মেলন কক্ষ, অব্যবহৃত ফটোল্যাব এবং প্রশাসন শাখা পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি এসব শাখার কার্যক্রমের খোঁজখবর নেয়।
পরে প্রতিনিধি দল সংবাদ কক্ষে চট্টগ্রাম পিআইডির কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। পিআইডি চট্টগ্রামের উপ প্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এসময় অফিসের কার্যক্রমের সার্বিক অগ্রগতি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন। এ সময় প্রতিনিধি দলের নিকট চট্টগ্রাম পিআইডির বার্র্ষিক পারফরমেন্স চুক্তি-এপিএর আলোকে বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যমাত্রা ও তার বিপরীতে অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি অপ্রতুল বাজেট বরাদ্দসহ বিভিন্ন সমস্যাও প্রতিনিধি দলকে অবগত করানো হয়।
প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, কাজই হচ্ছে মূল্যায়নের মুল ভিত্তি। কাজেই প্রতিকূলতা থাকা সত্তে¦ও আমাদের কাজ করে যেতে হবে। নিজের কাজের মাধ্যমেই নিজ অবস্থান তৈরি করতে হবে। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা আসবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। কাজের ক্ষেত্রে সৃষ্টিশীলতা আনতে হবে।
মো. আবদুল জলিল বলেন, সাংবাদিক তথ্যভান্ডারকে আরো সমৃদ্ধ করতে হবে। শুধুমাত্র তালিকাভুক্ত না দেখে মিডিয়াতে কাজ করে এমন সকলকে এ তালিকার অন্তর্ভূক্ত করতে হবে। ভবিষ্যতে এ তালিকা থেকেই গণমাধ্যমকর্মী সম্পৃক্ত সকল কাজ সম্পাদন করা হবে। এ সময় তিনি চট্টগ্রাম পিআইডির বিভিন্ন রেজিস্টার যেমন- স্টক রেজিস্টার, তথ্য বিবরণী ও আলোকচিত্র বিবরণী রেজিস্টার, গার্ড ফাইল, ক্যাশ রেজিস্টার, বিতরণ রেজিস্টার প্রভৃতির খোঁজখবর নেন এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে এসব রেজিস্টারে খাতভিত্তিক কার্যক্রম সঠিকভাবে লিপিবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
সহকারী প্রধান আলোক চিত্রগ্রাহক কাভারেজ ও ইস্যুকৃত আলোকচিত্রসমূহ সঠিকভাবে সংরক্ষণের বিষয় তুলে ধরেন।
এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
