ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বিআরটিএ চট্টগ্রাম : সিলিন্ডার বিক্রিতে আবারো সিন্ডিকেট


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-১১-২০২১ বিকাল ৫:২৪
নামমাত্র মূল্যে বিক্রি ও অনিয়মের অভিযোগ ওঠায় বিআরটিএতে স্ক্র্যাপ করা প্রায় ১২ হাজার গ্যাস সিলিন্ডারের প্রথম নিলাম প্রক্রিয়া বাতিল হয়েছিল। অভিযোগ উঠেছিল, একটি শক্তিশালী সিন্ডিকেটকে কাজ পাইয়ে দিতে নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) কর্মকর্তারা। এরপর দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সিলিন্ডারগুলো নিলামে তোলার জন্য একটি দৈনিকে নতুন করে দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত দরপত্র শিডিউল ১ হাজার টাকায় সংগ্রহ করা ও ২৪ নভেম্বর দরপত্র খোলার কথা থাকলেও গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত সিডিউল বিক্রি বন্ধ ছিল। সিন্ডিকেটের কারণে শুধুমাত্র ২৩ নভেম্বর অফিস চলাকলীন সময়ে সিডিউল বিক্রি হবে বলে জানিয়েছেন দরপত্র আহ্বানকারী কর্মকর্তা। তবে দরপত্র আহ্বানে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে এবারও। 
 
একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, দরপত্রে অংশগ্রহণের জন্য কী কী শর্ত কিংবা মালামালগুলো কোন প্রক্রিয়ায় বিআরটিএ থেকে নিয়ে যেতে পারবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।  তারা বলছেন, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে নানা কৌশল অবলম্বন করেছে দরপত্রে। এরআগে প্রথম দফায় বাতিল হওয়া দরপত্র ক্রয়ের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে শিডিউল বিক্রিতে গড়িমসি করেন বিআরটিএ কিছু অসাধু কর্মকর্তা। অনেকেই দরপত্র নিতে এসে না পাওয়ার অভিযোগ করেন। এবারও এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ঠিকাদাররা ধারণা করছেন। তারা বলছেন, বিআরটিএ-কেন্দ্রিক সিন্ডিকেটটি যতদিন থাকবে, ততদিন নিলাম প্রক্রিয়ায় সচ্ছ্বতা আসবে না। 
 
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) সূত্রে জানা যায় এ পর্যন্ত ১১ হাজার ৮২৯টি সিএনজি অটোরিকশার স্ক্র্যাপ কার্যক্রম শেষ করা হয়েছে  এবং সবগুলো সিলিন্ডারই সংরক্ষণে আছে।
 
বিআরটিএর পক্ষে দরপত্র আহ্বানকারী চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক এমডি. শাহ আলম বলেন, সিএনজি স্ক্র্যাপের পর সিলিন্ডারগুলো বিআরটিএতে যে অবস্থায় পড়ে ছিল সে অবস্থায় এখন নিলামে দেওয়া হচ্ছে।  দরপত্রে শর্ত উল্লেখ না করার বিষয়ে জানতে চাইলে তিনি একবার বলেন এটা সবার জন্য উন্মুক্ত আবার বলেন শুধু এই কাজে যাদের অভিজ্ঞতা আছে তারাই অংশ নিতে পারবে এসব শর্ত সিডিউলে লেখা আছে দাবী করেন। একজন ব্যক্তি অফেরতযোগ্য ১ হাজার টাকায় সিডিউল কেনার পরে জানতে পারবেন যে তিনি এই কাজের অযোগ্য। তাহলে আপনি তাদের হয়রানিতে ফেললেন কিনা- জানতে চাইলে তিনি সঠিক সিদ্ধান্তে আছেন দাবী করেন। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের সাথে সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করলেও যে কেউ সর্বোচ্চ দরদাতা হলে এবং পরিশোধের ক্ষমতা থাকলেও তাদের এসব নেয়ার ছাড়পত্র দেয়া হবে না। আমরা সার্বিক দিক বিবেচনায় প্রকৃত ব্যবসায়ীদের সর্বোচ্চ দরদাতা না হলেও নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চুক্তি সম্পাদন করতে পারি। 
 
জানা গেছে, সিএনজি অটোরিকশার স্ক্র্যাপ করা একটি গ্যাস সিলিন্ডারে ১৭ কেজি লোহা আছে। প্রতি কেজি পুরোনো লোহা ৫০ টাকা দর হলে একটি সিলিন্ডারের দাম পড়ে দেড় হাজার টাকা। স্ক্র্যাপ করা একটি গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজারমূল্য ৮৫০ টাকা। এ হিসেবে ১১ হাজার ৮২৯ টি সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ কোটি ৫৪ হাজার ৬৫০ টাকা। প্রথমবার বাতিল হওয়া দরপত্রে অভিযোগ উঠেছিল, বিআরটিএ, চট্টগ্রাম মেট্রো সার্কেলের অসাধু কর্মকর্তারা পছন্দের প্রতিষ্ঠান ইউসুফ এন্টারপ্রাইজের কাছে  এসব সিলিন্ডার মাত্র ৩৩ লাখ টাকায় বিক্রি করেন। পরে সমালোচনার মুখে দরপত্র প্রক্রিয়াটি বাতিল হয়ে যায়।

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত