ঠাকুরগাঁওয় সদর উপজেলায় ইউপিউতে নৌকার মাঝি হলেন যারা
ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ তালিকায় উপজেলার ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান রয়েছেন। মূলত বর্তমান চেয়ারম্যান ও গতবার যারা হেরেছিলেন তারাই নৌকার মাঝি হয়েছেন। সদর উপজেলায় ২২টি ইউনিয়ন থাকলেও চতুর্থ ধাপে ২০টিতে ভোট হতে যাচ্ছে। এসব ইউনিয়নের ১৬টিতে আওয়ামী লীগ দলীয়, ৩টিতে বিএনপি দলীয় এবং মারা যাওয়ায় চেয়ারম্যান শূন্য রয়েছে একটি ইউনিয়ন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর। বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।
এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা কমিটিকে আসন্ন ইউপি নির্বাচনে আগ্রহী প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ। এতে বলা হয়, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নিয়ে আগ্রহী প্রার্থীদের কমপক্ষে তিনজনের একটি প্যানেল প্রস্তাব কেন্দ্রে পাঠাতে হবে। নির্দেশনা পেয়ে ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা করে আগ্রহী প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়। ঠাকুরগাঁও সদরের ২০টি ইউপিতে প্রায় ১০০ জন নেতা নির্বাচনে প্রার্থী হতে আবেদন করেন। পরে সেসব আবেদন উপজেলা আওয়ামী লীগ জেলা কমিটির কাছে পাঠিয়ে দেয়।
এদিকে, জেলা আওয়ামী লীগ সভা করে প্রতিটি ইউপিতে তিনজন আগ্রহী প্রার্থীর নাম রেখে তালিকা কেন্দ্রে পাঠিয়ে দেয়। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড যৌথ সভায় চতুর্থ ধাপের দলীয় প্রার্থী চূড়ান্ত করে।
মনোনয়ন বোর্ডের সভায় যারা নৌকার প্রতীক পেলেন তারা হলেন- ১নং রুহিয়া ইউনিয়নে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মমিনুল হক বাবু, ২নং আখানগরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোমান বাদশা, ৩নং আকচার ইউপিতে বর্তমান চেয়ারম্যান সুব্রত বর্মণ, ৫নং বালিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুর এ আলম ছিদ্দিক মুক্তি, ৬নং আউলিয়াপুরে বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান নজরুল, ৭নং চিলারং ইউনিয়নে হৃষীকেশ রায় লিটন, ৮নং রহিমানপুর ইউপিতে খেলাফত হোসেন, ৯নং রায়পুরে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম, ১০নং জামালপুরে এসএম ইমদাদুল হক, ১১নং মোহাম্মদপুরে বর্তমান চেয়ারম্যান সোহাগ হোসেন, ১২নং সালন্দরে বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, ১৩নং গড়েয়া ইউপিতে রইজউদ্দিন সাজু, ১৪নং ইউপিতে রাজাগাঁওয়ে খাদেমুল ইসলাম সরকার, ১৫নং দেবীপুরে বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ১৬নং নারগুনে শেরেকুল ইসলাম, ১৭নং জগন্নাথপুরে বর্তমান চেয়ারম্যান আলাল, ১৮নং শুকানপুকুরীতে বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান, ১৯নং বেগুন বাড়িতে বর্তমান চেয়ারম্যান বনী আমিন, ২০নং পশ্চিম রুহিয়ায় বর্তমান চেয়ারম্যান অনিল কুমার সেন, ২১নং ঢোলার হাটে বর্তমান চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।
এছাড়া সীমানা জটিলতার কারণে ৪নং বড়গাঁও ও ২২ নং সেনুয়া ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো জানান, যারা মনোনয়ন পেয়েছেন তাদের বেশিরভাগই বর্তমান চেয়ারম্যান এবং সকলের প্রিয়। সহজে নির্বাচনে জয়ী হতে পারবেন, সেজন্য দল তাদের মনোনয়ন দিয়েছে।
এমএসএম / জামান
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!
পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)
Link Copied