ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

কুতুবদিয়ায় ভুয়া সন্দেহে 'কারা' এনজিওর ৩ কর্মকর্তাকে জরিমানা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ৩:৩০

কক্সবাজারের কুতুবদিয়ায় ভুয়া সন্দেহে কারা নামে একটি এনজিওর তিন কর্মকর্তাকে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আটককৃতরা হলেন- প্রজেক্ট ডিরেক্টর আক্তার আহমদ, এরিয়া ম্যানিজার গোলাম রহমান এবং ম্যানেজার জামশেদ। উপজেলার ধুরুং স্কুল অ্যান্ড কলেজে অনুমোদনহীন নিয়োগ পরীক্ষা নেয়ার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অভিযোগ উঠেছে, স্থানীয় বেকার যুবক-যুবতীদের  কাছ থেকে নিয়োগ পরীক্ষার নামে টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছিল 'কারা' নামে এই এনজিও। উপজেলার ধুরুং বাজার এলাকায় অফিস নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বলে টাকা আদায় করছিল এনজিওটি।

নাম প্রকাশে অনিচ্ছুক চাকরিপ্রত্যাশী এক প্রার্থী জানান, কারা নামের এনজিওটি নিয়োগ পরীক্ষার নামে ফরম পূরণ বাবদ তার কাছ থেকে প্রথমে ২০০ টাকা ‍এবং পরে আবার ১০০ টাকা নিয়েছে। তার মতো আরো একাধিক প্রার্থী জানিয়েছেন, চাকরির আশায় টাকা দিয়ে আবেদনপত্র কিনে পরীক্ষা দিতে এসছিলেন তারা।

এ ব্যাপারে কারা এনজিওর প্রজেক্ট ডিরেক্টর আক্তার আহমদের সাথে কথা হলে তিনি বলেন, স্থানীয়ভাবে কাজ করতে এনজিও ব্যুরোর অনুমতি লাগে না। সিভিল সার্জনের অনুমতি নিয়ে দেশের ১৪টি জেলায় কাজ করছে 'কারা' এনজিও। কুতুবদিয়া উপজেলায় কাজ করতে গিয়ে ফাইল মিসটেকের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। উপজেলায় আমাদের কার্যক্রম নিয়ে ইউএনওর সাথে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। তাই সমস্যা হয়েছে। কাগজপত্র ঠিক করে উপজেলা প্রশাসনের সাথে বসে নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পুনরায় শুরু করা কথা জানান তিনি।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার বলেন, 'কারা' নামের  ভুয়া এনজিওটির বৈধ কোনো কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া ভুক্তভোগী প্রার্থীদের টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রার্থীদের আবেদনের টাকা ও ফাইলগুলো দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। প্রার্থীরা টাকা ফেরত নিতে পারবেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী জানান, এনজিওটির অনুমোদনহীন কথিত নিয়োগের খবর পেয়ে পরীক্ষার হলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। তাদের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। এ সময় এনজিওটির অনুমোদনের পক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। 

এমএসএম / জামান

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার