কুতুবদিয়ায় ভুয়া সন্দেহে 'কারা' এনজিওর ৩ কর্মকর্তাকে জরিমানা

কক্সবাজারের কুতুবদিয়ায় ভুয়া সন্দেহে কারা নামে একটি এনজিওর তিন কর্মকর্তাকে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আটককৃতরা হলেন- প্রজেক্ট ডিরেক্টর আক্তার আহমদ, এরিয়া ম্যানিজার গোলাম রহমান এবং ম্যানেজার জামশেদ। উপজেলার ধুরুং স্কুল অ্যান্ড কলেজে অনুমোদনহীন নিয়োগ পরীক্ষা নেয়ার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
অভিযোগ উঠেছে, স্থানীয় বেকার যুবক-যুবতীদের কাছ থেকে নিয়োগ পরীক্ষার নামে টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছিল 'কারা' নামে এই এনজিও। উপজেলার ধুরুং বাজার এলাকায় অফিস নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি বলে টাকা আদায় করছিল এনজিওটি।
নাম প্রকাশে অনিচ্ছুক চাকরিপ্রত্যাশী এক প্রার্থী জানান, কারা নামের এনজিওটি নিয়োগ পরীক্ষার নামে ফরম পূরণ বাবদ তার কাছ থেকে প্রথমে ২০০ টাকা এবং পরে আবার ১০০ টাকা নিয়েছে। তার মতো আরো একাধিক প্রার্থী জানিয়েছেন, চাকরির আশায় টাকা দিয়ে আবেদনপত্র কিনে পরীক্ষা দিতে এসছিলেন তারা।
এ ব্যাপারে কারা এনজিওর প্রজেক্ট ডিরেক্টর আক্তার আহমদের সাথে কথা হলে তিনি বলেন, স্থানীয়ভাবে কাজ করতে এনজিও ব্যুরোর অনুমতি লাগে না। সিভিল সার্জনের অনুমতি নিয়ে দেশের ১৪টি জেলায় কাজ করছে 'কারা' এনজিও। কুতুবদিয়া উপজেলায় কাজ করতে গিয়ে ফাইল মিসটেকের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। উপজেলায় আমাদের কার্যক্রম নিয়ে ইউএনওর সাথে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। তাই সমস্যা হয়েছে। কাগজপত্র ঠিক করে উপজেলা প্রশাসনের সাথে বসে নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পুনরায় শুরু করা কথা জানান তিনি।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার বলেন, 'কারা' নামের ভুয়া এনজিওটির বৈধ কোনো কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া ভুক্তভোগী প্রার্থীদের টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রার্থীদের আবেদনের টাকা ও ফাইলগুলো দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। প্রার্থীরা টাকা ফেরত নিতে পারবেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী জানান, এনজিওটির অনুমোদনহীন কথিত নিয়োগের খবর পেয়ে পরীক্ষার হলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। তাদের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। এ সময় এনজিওটির অনুমোদনের পক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
এমএসএম / জামান

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ
