ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা ইমন হত্যার ৪ বছর পার হলেও মামলার অগ্রগতি নেই


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ৪:১৮

ছাত্রলীগ নেতা ইমন হত্যার ৪ বছর অতিক্রান্ত হলেও হত্যা মামলার অগ্রগতি নেই। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমনকে ২০১৭ সালের ১৭ জানুয়ারি রাতে হত্যা হয়। এরমধ্যে ৫ বার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। লাশ উদ্ধার করার সময় শেখ বখতিয়ার রহমান বিপ্লবকে, তার এক ঘণ্টা পর সুলতানপুর থেকে শেখ মোস্তাফিজুর রহমান মুরাদকে এবং সুলতানপুর ক্লাব মাঠে জানাযা নামাজ আদায় করার সময় রেজাউল মোল্লা রনিকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় এ ঘটনায় খবর প্রকাশ হয়।

ঘটনার ৪ দিন পর স ম আলাউদ্দিন হত্যা মামলার আসামি একই গ্রামের কাজী সাইফুল ইসলামকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার দেড় বছর পর নিহত শেখ হাসিবুল হাসান ইমনের চাচা মামলার বাদী শেখ আলমগীর হাসান আলমকে গ্রেপ্তারের পর মামলার ক্লু উদঘাটন হতে থাকে। বাদী আলমগীর ওরফে আলম আশাশুনি উপজেলার একটি হত্যা মামলাসহ একাধিক মামলা ও সন্ত্রাসী অপরাধে চিহ্নিত বলে জানায় এলাকাবাসী। আলমগীর হাসান আলমের মোবাইল ফোন থেকে সিআইডি ইন্সপেক্টর সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে তাকে সরিয়ে দেয়া হয়। যশোর ও সাতক্ষীরা জেলার দুজন এমপির সহায়তা পাওয়ার কারণে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তি বারবার পার পেয়ে যাচ্ছে বলে এলাকার মানুষের অভিমত।

পুলিশ ও অপরাধ বিশেষজ্ঞদের অভিমত, ইমন তার চাচার কাছে রাতে টাকা আনতে গিয়েছিল। তারপর থেকে ইমনকে আর পাওয়া যায়নি। দ্বিতীয়ত, মামলার বাদী পিতা না হয়ে নিজেকে বাদী হিসেবে দাঁড় করানোর বিষয়টি সন্দেহ সৃষ্টি করে। তৃতীয়ত, ইমনের মৃতদেহ উদ্ধার করার সময় শেখ বখতিয়ার রহমান বিপ্লবকে সকাল সাড়ে ১০টায় বাদী আলম ও অপর ভাইপো শাবাব কর্তৃক এসআই হুমায়ুন কবিরকে দেখিয়ে দিয়ে গ্রেপ্তার করানো, পরপরই মোস্তাফিজুর রহমান মুরাদকে গ্রেপ্তার করানোর ফলে সন্দেহের তীর আলমের দিকে যায়। চতুর্থত, লাশ ময়নাতদন্তের সময় সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বসুলপুরে এসআই হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করেছিলেন, দুজনকে আটক করেছেন, খুনের কারণ কি জানা গেছে? জবাবে দারোগা সকলের সামনে বলেছিলেন, ভিকটিমের চাচার বলামতে দুজনকে আটক করেছে। পঞ্চমত, বাদী শেখ আলমগীর হাসান আলম রাত ১০টার পর সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন। অথচ মামলায় কোনো আসামির নাম উল্লেখ করেনি। মামলা দায়ের করার ১১ ঘণ্টা আগে দুজন এবং চার ঘণ্টা আগে একজনকে গ্রেপ্তার করতে বলেছিলেন পুলিশকে। ইমনের ছোট ভাই রিমন বিপ্লবকে গ্রেপ্তারের প্রতিবাদ করলে আলম ধমক দিয়ে বলেছিল ‘তুই কিছু জানিস না, তুই এর ভেতরে কথা বলিস না।’

ষষ্ঠত, তৎকালীন ওসি ফিরোজ মোল্লা প্রভাবিত অথবা প্ররোচিত হয়ে তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছিলেন মামলা রুজু হওয়ার পর। অথচ সাংবাদিকদের সাথে আসামি গ্রেপ্তার করার তথ্য অকপটে স্বীকার করেছেন। পরদিন সে মর্মে খবর প্রকাশ পেয়েছিল। সপ্তমত, কাজী সাইফুল ইসলাম আলমগীর হাসান আলমকে স্থানীয় সবজি রেস্টুরেন্টে বলেছিল, ‘এই আলম শোন, তোর ভাইপো মার্ডার হলো, তুই এত চুপচাপ কেন? তোর মতিগতি তো ভালো ঠেকছে না!’ এরপর কাজী সাইফুল ইসলাম আলমগীরকে আরো বলেছিল, ‘দেখ আলম, খুনি সব থেকে বড় ভুল করেছে কি জানিস? ইমনের লাশ আমার ঘেরের ওখানে গিয়ে ফেলেছে। এটাই ওদের কাল হয়ে যাবে। আমি এমনই মানুষ, হায়েনার মতো গন্ধ শুকে শুকে ঠিক বের করে ফেলব- খুনি কারা। আলমকে যেদিন বললাম, সেদিন রাতেই পুলিশ আমাকে ওই মামলার আসামি করে গ্রেপ্তার করল। শেখ হাসিবুল হাসান ইমনের জানাযা নামাজ আদায় করার সময়ে সুলতানপুর ক্লাব মাঠে অনেকেই বক্তব্য দিয়েছিলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেছিলেন, ছাত্রলীগ নেতা ইমন খুবই ভালো ছেলে। যে বা যারা এমন নৃশংসভাবে হত্যা করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আগামী বছরের ২৪ জানুয়ারি ইমন হত্যা মামলার ধার্য দিন। ১৭ জানুয়ারি রাতে হত্যাকাণ্ডের ৫ বছর পার হবে। হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে সাতক্ষীরা সিআইডি এএসপি কাজী দাউদ হোসেন সাংবাদিককে জানান, দুর্ভাগ্যজনক হলেও সত্য, মামলাটি প্রথমাবস্থাতেই জটিল ও নষ্ট করে ফেলা হয়েছে। তারপরও চেষ্টায় আছি, দেখা যাক, কতদূর কি করা যায়।

শেখ হাসিবুল হাসান ইমন হত্যার সাথে জড়িত যেই হোক, তার ফাঁসির আদেশ দেখে যেতে চায় ইমনের বাবা-মাসহ এলাকাবাসী। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হিসেবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ইমনের পরিজনরা।

এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও