ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ডিজেলের মূল্য বৃদ্ধি : ক্ষতির মুখে ফুলছড়ির কৃষকরা


ফুলছড়ি প্রতিনিধি photo ফুলছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১২:১
ডিজেলের মূল্য বৃদ্ধিতে ফুলছড়ির চরাঞ্চলের অধিকাংশ কৃষক ক্ষতির মুখে পড়েছেন। এসব চরাঞ্চলে বিদ্যুৎ নেই। এখানকার কৃষকদের ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে চাষাবাদ করতে হয়। অব্যাহতভাবে সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধির পাশাপাশি এবার উচ্চহারে ডিজেলের মূল্যবৃদ্ধিতে হতাশ হয়ে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। 
 
ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনাসহ ৩টি নদ-নদীবেষ্টিত গাইবান্ধা জেলার ফুলছড়ি। কোনো শিল্প-কারখানা না থাকায় এখানকার বেশিরভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এ উপজেলায় উঁচু এলাকার জমিতে বৈদ্যুতিক সেচের মাধ্যমে বোরোসহ অন্যান্য ফলস চাষ করা হয়। তবে চরাঞ্চলের প্রায় এক হাজার হেক্টর জমির চাষাবাদ ডিজেলচালিত ইঞ্জিনের ওপরই নির্ভরশীল।
 
চরাঞ্চলগুলোতে বোরো, আমন, ভুট্টা, তিল, কাউন, মরিচ, সরিষা তরিতরকারিসহ বেশিরভাগ আবাদই সেচনির্ভর। এসব জমিতে চাষাবাদ করতে গেলে প্রায় প্রতিদিনই সেচ দিতে হয়। এতে ফসলের উৎপাদন খরচ আরো বেড়ে যাবে। কৃষকরা লাভবান হতে পারবে না। এসব বিষয় বিবেচনা করে ডিজেলের দাম কমানোর দাবি জানিয়েছেন চরাঞ্চলের কৃষকরা।
 
উপ-সহকারী কৃষি অফিসার আবু হাসান মানিক বলেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার বাড়ার কারণে পেট্রোল ডিজেলচালিত বিভিন্ন কৃষিযন্ত্র যেমন- রিপার, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার স্প্রেয়ার, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহারে পেট্রোল ও ডিজেলের অধিক প্রয়োজন হয়েছে। 
 
ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের কৃষক আহসান হাবিব বলেন, প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের জমি চাষে খরচ অনেক বেড়ে যাবে। এতে উৎপাদন আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয় করতে না পারলে চরের কৃষকদের ব‌্যাপক ক্ষতি হবে।
 
ফুলছড়ি ইউনিয়নের গাবগাছি গ্রামের কৃষক মকবুল মিয়া বলেন,‘আলু, ভুট্টাসহ অন্যান্য সবজি চাষের জন্য জমি তৈরি করে রেখেছি। কিন্তু ডিজেলের দাম বৃদ্ধির কারণে যে পরিমাণ খরচ বাড়বে, তাতে পোষাবে না। এজন্য জমি তৈরি করলেও আবাদ করব কি না তা নিয়ে চিন্তায় আছি।
 
ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিন্টু মিয়া বলেন, চরাঞ্চলের বালুময় জমিতে প্রতিদিন সেচ দিয়ে চাষাবাদ করতে হয়। ডিজেলের দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে। বিশেষ করে চরাঞ্চলে চাষ করা ধান ভুট্টা শাকসবজি ক্ষেতে প্রতিদিন সেচ দিয়ে পানি দিতে হয়। এজন্য আমরা চরাঞ্চলের কৃষকদের যেসব ফসল কম সেচে উৎপাদন হয়, সেসব ফসল চাষের পরামর্শ দিচ্ছি।

এমএসএম / জামান

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত