মধুখালীতে আওয়ামী লীগের দলীয় মনোয়ন ফরম বিতরণ
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নিবার্চনে তফসিল ঘোষণার আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
২৭ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণা মোতাবেক ২৮ নভেম্বর রোববার সকাল ১০টায় মধুখালী রেলগেটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার ৪টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।
উপজেলার যে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেগুলো হলো- ৫নং রায়পুর, ৯নং জাহাপুর, ২নং বাগাট ও ১নং কামারখালী ইউনিয়ন পরিষদ। যারা দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- রায়পুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোা. মোতালেব হোসেন মৃধা, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ওয়াদুদ খান বাদশাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আরিফুর রহমান লাভলু ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
জাহাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোল্যা মো. ইসহাক হোসেন, সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক বাচ্চু, বাগাট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মোল্যা, ইউসুফ হোসেন মোল্যা ও মো. জালালউদ্দিন।
কামারখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বাবু বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মো. লুৎফর রহমান, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. মাহাবুব হোসেন টোটু, ইনামুল হক মাহাবুব।
দলীয় মনোয়ন ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাস, সহ-সভাপতি হাজী আ. সালাম মিয়া, সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মো. ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা ও সহ-প্রচার সম্পাদক রেজাউল হক তুহিন।
পঞ্চম ধাপে এ ৪টি ইউনিয়ন পরিষদে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
এমএসএম / জামান