ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জুড়ীতে রহস্যময় দুর্ঘটনায় টেকনিক্যাল কলেজের ঠিকাদারের মৃত্যু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-৬-২০২১ দুপুর ৪:১৯
মৌলভীবাজার জেলার জুড়ীতে তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ঠিকাদার আব্দুল মজিদের (৫০) অটোরিকসার ধাক্কায় রহস্যময় মৃত্যু হয়েছে। গত বুধবার (৯ জুন) উপজেলার নতুন থানা ভবনের সামনে দুর্ঘটনায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত আব্দুল মজিদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার দোলুয়া গ্রামে। 
 
তার মৃত্যু নিয়ে প্রত্যক্ষদর্শী ও অটোরিকসাচালকের দুই রকমের বক্তব্য পাওয়া গেছে। অটোরিকসাচালক শাহিন মিয়া দুর্ঘটনাস্থল জাঙ্গীরাই ব্রিজের কাছাকাছি বললেও প্রত্যক্ষদর্শী জালাল উদ্দিন গণমাধ্যমে ঘটনাটি নতুন থানার সামনে ঘটেছে বলে জানান। তার মৃত্যুতে নিজ এলাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর বিষয়টি নিয়ে কিছুটা রহস্যের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর খবর শুনে এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় মৃত্যুর অভিযোগ করেন।
 
উল্লেখ্য, গত ৬ জুলাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলী আফজাল হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের রড ব্যবহারের অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দেন। এরপর ঢাকা থেকে জুড়ীতে এসে গত ৯ জুলাই দুপুরে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকৌশলীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ বিজ্ঞপ্তি দেন। প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের বিভিন্ন অভিযোগ আনেন। এক ভিডিওবার্তায় তিনি বলেন, প্রকৌশলী আফজাল ও রাহি সাহেব টেকনিক্যাল কলেজের নির্মাণকাজে বিভিন্নভাবে হয়রানি করছেন। কাজের বিল লিখতে তারা পার্সেন্ট ছাড়া কোনো কাজ করের না। 
 
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিতে নতুন থানা ভবনের সামনে সড়কের পাশে হাঁটার সময় ব্যাটারিচালিত অটোরিকসা এসে তাকে ধাক্কা দেয়। অটোরিকসার ধাক্কায় উল্টে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
আব্দুল মজিদের ভাই আব্দুর রশিদ জুড়ীতে মুঠোফোনে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, আজ শুক্রবার (১১ জুন) বেলা ১১টার দিকে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করা হয়। 
 
দুর্ঘটনার সময় তার সাথে থাকা জুড়ী বাজারের ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার সময় আমি পাশে ছিলাম। উনি রাস্তার একেবারে পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে পেছন থেকে অটোরিকসা এসে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তারপর আমরা তাকে উদ্ধার করে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 
 
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক বলেন, ৭ জুন সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে আহত আব্দুল মজিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর আহত ব্যক্তির মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। তারপর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ৮টা ৩০ মিনিটের দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। 
 
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, ঠিকাদার আব্দুল মজিদের মৃত্যুর বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকসাসহ চালক উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের শাহীন আহমদকে (২০) গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / জামান

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: রফিকুল ইসলাম খান

তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু

কুড়িগ্রামের কচাকাটায় পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ

বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ায় জড়িত থাকায় দু'ব্যক্তির কারাদণ্ড

বড়লেখায় রেললাইনে গুরুত্বপূর্ণ রাস্তায় লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

মসজিদের মিম্বার থেকে পার্লামেন্ট সকল স্তরে ওলামাদের বিচরণ হবে-শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী

জামালের খুনিদের গ্রেপ্তার দাবীতে উত্তাল জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে ডাক্তার মোঃ ইউনুস আলী

চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত মিছিল ও মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরী–উচিৎপুর নৌপথে লাগামহীন ভাড়ায় অতিষ্ঠ যাত্রীরা

আন্দোলন নয়, জমি নিয়ে মারামারি তবুও জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন জাহিদ

সংকটে পড়া বৃদ্ধা আশ্রমের পাশে দাঁড়ালেন সমাজ সেবক আব্দুল করিম