ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

জুড়ীতে রহস্যময় দুর্ঘটনায় টেকনিক্যাল কলেজের ঠিকাদারের মৃত্যু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-৬-২০২১ দুপুর ৪:১৯
মৌলভীবাজার জেলার জুড়ীতে তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ঠিকাদার আব্দুল মজিদের (৫০) অটোরিকসার ধাক্কায় রহস্যময় মৃত্যু হয়েছে। গত বুধবার (৯ জুন) উপজেলার নতুন থানা ভবনের সামনে দুর্ঘটনায় আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত আব্দুল মজিদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার দোলুয়া গ্রামে। 
 
তার মৃত্যু নিয়ে প্রত্যক্ষদর্শী ও অটোরিকসাচালকের দুই রকমের বক্তব্য পাওয়া গেছে। অটোরিকসাচালক শাহিন মিয়া দুর্ঘটনাস্থল জাঙ্গীরাই ব্রিজের কাছাকাছি বললেও প্রত্যক্ষদর্শী জালাল উদ্দিন গণমাধ্যমে ঘটনাটি নতুন থানার সামনে ঘটেছে বলে জানান। তার মৃত্যুতে নিজ এলাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর বিষয়টি নিয়ে কিছুটা রহস্যের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর খবর শুনে এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় মৃত্যুর অভিযোগ করেন।
 
উল্লেখ্য, গত ৬ জুলাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলী আফজাল হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের রড ব্যবহারের অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দেন। এরপর ঢাকা থেকে জুড়ীতে এসে গত ৯ জুলাই দুপুরে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকৌশলীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ বিজ্ঞপ্তি দেন। প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের বিভিন্ন অভিযোগ আনেন। এক ভিডিওবার্তায় তিনি বলেন, প্রকৌশলী আফজাল ও রাহি সাহেব টেকনিক্যাল কলেজের নির্মাণকাজে বিভিন্নভাবে হয়রানি করছেন। কাজের বিল লিখতে তারা পার্সেন্ট ছাড়া কোনো কাজ করের না। 
 
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিতে নতুন থানা ভবনের সামনে সড়কের পাশে হাঁটার সময় ব্যাটারিচালিত অটোরিকসা এসে তাকে ধাক্কা দেয়। অটোরিকসার ধাক্কায় উল্টে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
আব্দুল মজিদের ভাই আব্দুর রশিদ জুড়ীতে মুঠোফোনে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, আজ শুক্রবার (১১ জুন) বেলা ১১টার দিকে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে আমার ভাইয়ের লাশ দাফন করা হয়। 
 
দুর্ঘটনার সময় তার সাথে থাকা জুড়ী বাজারের ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার সময় আমি পাশে ছিলাম। উনি রাস্তার একেবারে পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে পেছন থেকে অটোরিকসা এসে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তারপর আমরা তাকে উদ্ধার করে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 
 
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক বলেন, ৭ জুন সন্ধ্যা ৭টা ৫৯ মিনিটে আহত আব্দুল মজিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর আহত ব্যক্তির মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। তারপর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ৮টা ৩০ মিনিটের দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। 
 
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, ঠিকাদার আব্দুল মজিদের মৃত্যুর বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকসাসহ চালক উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের শাহীন আহমদকে (২০) গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / জামান

জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা

চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ