ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পতাকা প্রদক্ষিণ র‌্যালি অনুষ্ঠিত


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১-১২-২০২১ দুপুর ৩:২৭

স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সূচনালগ্ন থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুযোগ্য মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ও এসপি, এনডিসি, পিএসসির নেতৃত্বে যথাযথ নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী মানব কল্যাণকর, উন্নয়নমূলক ও জনহিতকর বিভিন্ন কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে আসছে।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এ বাহিনীর প্রতিটি সদস্য নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সদাতৎপর রয়েছেন। মহাপরিচালক মহোদয়ের একান্ত সদিচ্ছা ও সময়োপযোগী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুজিববর্ষের যথাযথ তাৎপর্য অনুধাবনপূর্বক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পতাকা প্রদক্ষিণ র‌্যালি উদযাপনের কর্মসূচি পালন করা হয়।

বুধব‍ার (১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০টি পতাকা নিয়ে ৫০ জন আনসার ও ভিডিপি সদস্যের সুসজ্জিত দল ৫০ মিনিটব্যাপী পতাকা র‌্যালির মাধ্যমে বান্দরবান শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি মো. সাহাদাত হোসেন ভিডিএম বান্দরবান র‌্যালিটির নেতৃত্ব দেন।

জেলা কমান্ড্যান্ট বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। জননিরাপত্তার পাশাপাশি এ বাহিনীর সদস্যগণ দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব সহকারে নিরন্তর নিরলস কাজ করে যাচ্ছেন।

এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণ মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযু্দ্ধের চেতনা, স্বাধীনতার তাৎপর্য ও গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় সকল গুরুত্বপূর্ণ কাজে ও দেশের সংকটকালীন সময়ে অতীতের মতো বান্দরবান পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার অভিমত প্রকাশ করেন।

র‌্যালিতে অংশগ্রহণ করেন- আবু রাসেল, ব্যবস্থাপক, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, হেলাল উদ্দিন, সার্কেল অ্যাডজুটান্ট, আবদুর রহিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সদর, মো. তানজির আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবানসহ জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

এমএসএম / জামান

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার