ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্তদের বকেয়ার পাওনার দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্পপ্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় মধুখালী রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির আহ্বায়ক আলী আকবর শেখের সভাপতিতেত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন- ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা ও শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম, শ্রমজীবি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল হক, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. ফিরোজ মিয়া, মো. রফিকউদ্দিন মোল্যা, আবুল হাই কাজল ও মো. বজলুর রহমানসহ প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তাগণ বলেন, ফরিদপুর চিনিকলের প্রায় ৩০০ শমিক-কর্মচারীর গ্রাচ্যুইটি, সরকার ঘোষিত জাতীয় মজুরি কমিশন নির্ধারিত মজুরি ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। ৬-৭ বছর অবসর গ্রহণ করলেও পাওনা টাকা পাচ্ছি না। পাওনা টাকা না পাওয়ার কারণে ৩০০টি পরিবার মানবেতর জীবনযাপন করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩০০টি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
এমএসএম / জামান