নাচোলে কাগজ সত্যায়িত করতে ৩ কর্মদিবস

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়োজনীয় কাগজপত্রাদি সত্যায়িত করতে চাইলে তিন কর্মদিবস অপেক্ষা করতে হবে। যেদিন সত্যায়িত করতে দেয়া হবে সেদিন থেকে তিন কর্মদিবস পর মূল কপিসহ সত্যায়িত কাগজপত্র ফেরত দেয়া হবে। এরকমই নোটিস লাগিয়েছে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক এবং পরিসংখ্যানবিদ ও ক্যাশিয়ার রুমের সামনে দেয়ালে লাগানো নোটিসটি দেখা গেছে। নোটিস লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া।
‘সত্যায়ন সংক্রান্ত নোটিস’-এ ৪টি শর্ত উল্লেখ করা আছে। এগুলো হলো- ১. জরুরি ভিত্তিতে কোনো কাগজপত্র সত্যায়িত করা হবে না, ২. অফিস সময় (সকাল ৯টা-দুপুর ১টা) ব্যতীত কোনো সত্যায়িত করা হবে না, ৩. যা সত্যায়িত করাবেন তা (সর্বোচ্চ ২ সেট) মূল কপিসহ অফিসে (নতুন ভবনের নিচতলা) জমা দেবেন এবং ৪. মূল কপিসহ সত্যায়িত কাগজপত্র ৩ কর্মদিবস পরে ফেরত দেয়া হবে।
এ ধরনের নোটিস নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সত্যায়িত করতে আসছেন, তারা এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
উপজেলার ফতেপুর ইউনিয়নের শালালপুর গ্রামের মো. রানার ছেলে সজীব জানান, আমি মাস দু-এক দিন পূর্বে কাগজ সত্যায়িত করতে এসে এসব নিয়ম-কানুন শুনে অন্য অফিস থেকে সত্যায়িত করে নিয়ে যাই।
নাচোল পৌর এলাকার মোমিনপাড়া গ্রামের মো. সেন্টুর ছেলে সাদিকুল ইসলাম জানান, প্রায় মাস দেড়েক পূর্বে আমার প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে এসে ডাক্তারের রুমে ঢোকার পূর্বে দেয়ালে টাঙানো নোটিসে লেখাগুলো আমার চোখে পড়ে। তারপরও ঢুকে ডাক্তারকে কাগজপত্র দেয়া হলে তিনি সেই তিন কার্যদিবসের কথা শোনালে আমি চলে যাই। ওখান থেকে আমি সমাজসেবা অফিসার আল-গালিবের কাছে গেলে তৎক্ষণিক কাগজপত্র সত্যায়িত করে দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, যে নোটিস টাঙানো আছে এটি মূলত করোনাকালীন করোণার রোগী নিয়ে ব্যস্ত থাকার কারণে টাঙানো হয়েছিল। তারপরও আমরা তিন দিন কাউকে হয়রানি করিনি। আমরা চেষ্টা করি সঙ্গে সঙ্গে দেয়ার। কেউ যেন হয়রানির শিকার না হন।
এ ধরনের নোটিস দেয়ালে লাগানো কতটা যুক্তিযুক্ত- এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সঙ্গে। তিনি জানান, এ বিষয়ে আমার সঠিক জানা নেই এবং এটা কতটুকু সঠিক সে বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়ার সাথে কথা বলতে হবে।
তবে নির্বাহী অফিসার বলেন, আমরা জনগণের সেবক। আমরা বর্তমানে নাচোল উপজেলার জনগণকে সেবা দিতে এসেছি। আমাদের অফিসে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, এটা আমাদের খেয়াল রাখতে হবে বলে আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে মনে করি। আমার অফিসের সামনেও নোটিস টাঙানো আছে। এ ধরনের কাজ নিয়ে কেউ এলে আমি তৎক্ষণাৎ কাজ করে ছেড়ে দেই।
এমএসএম / জামান

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার
Link Copied