ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নাচোলে কাগজ সত্যায়িত করতে ৩ কর্মদিবস


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ৩:৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়োজনীয় কাগজপত্রাদি সত্যায়িত করতে চাইলে তিন কর্মদিবস অপেক্ষা করতে হবে। যেদিন সত্যায়িত করতে দেয়া হবে সেদিন থেকে তিন কর্মদিবস পর মূল কপিসহ সত্যায়িত কাগজপত্র ফেরত দেয়া হবে। এরকমই নোটিস লাগিয়েছে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক এবং পরিসংখ্যানবিদ ও ক্যাশিয়ার রুমের সামনে দেয়ালে লাগানো নোটিসটি দেখা গেছে। নোটিস লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া।
 
‘সত্যায়ন সংক্রান্ত নোটিস’-এ ৪টি শর্ত উল্লেখ করা আছে। এগুলো হলো- ১. জরুরি ভিত্তিতে কোনো কাগজপত্র সত্যায়িত করা হবে না, ২. অফিস সময় (সকাল ৯টা-দুপুর ১টা) ব্যতীত কোনো সত্যায়িত করা হবে না, ৩. যা সত্যায়িত করাবেন তা (সর্বোচ্চ ২ সেট) মূল কপিসহ অফিসে (নতুন ভবনের নিচতলা) জমা দেবেন এবং ৪. মূল কপিসহ সত্যায়িত কাগজপত্র ৩ কর্মদিবস পরে ফেরত দেয়া হবে।
 
এ ধরনের নোটিস নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সত্যায়িত করতে আসছেন, তারা এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
 
উপজেলার ফতেপুর ইউনিয়নের শালালপুর গ্রামের মো. রানার ছেলে সজীব জানান, আমি মাস দু-এক দিন পূর্বে কাগজ সত্যায়িত করতে এসে এসব নিয়ম-কানুন শুনে অন্য অফিস থেকে সত্যায়িত করে নিয়ে যাই।
 
নাচোল পৌর এলাকার মোমিনপাড়া গ্রামের মো. সেন্টুর ছেলে সাদিকুল ইসলাম জানান, প্রায় মাস দেড়েক পূর্বে আমার প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে এসে ডাক্তারের রুমে ঢোকার পূর্বে দেয়ালে টাঙানো নোটিসে লেখাগুলো আমার চোখে পড়ে। তারপরও ঢুকে ডাক্তারকে কাগজপত্র দেয়া হলে তিনি সেই তিন কার্যদিবসের কথা শোনালে আমি চলে যাই। ওখান থেকে আমি সমাজসেবা অফিসার আল-গালিবের কাছে গেলে তৎক্ষণিক কাগজপত্র সত্যায়িত করে দেন।
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, যে নোটিস টাঙানো আছে এটি মূলত করোনাকালীন করোণার রোগী নিয়ে ব্যস্ত থাকার কারণে টাঙানো হয়েছিল। তারপরও আমরা তিন দিন কা‍উকে হয়রানি করিনি। আমরা চেষ্টা করি সঙ্গে সঙ্গে দেয়ার। কেউ যেন হয়রানির শিকার না হন।
 
এ ধরনের নোটিস দেয়ালে লাগানো কতটা যুক্তিযুক্ত- এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সঙ্গে। তিনি জানান, এ বিষয়ে আমার সঠিক জানা নেই এবং এটা কতটুকু সঠিক সে বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়ার সাথে কথা বলতে হবে।
 
তবে নির্বাহী অফিসার বলেন, আমরা জনগণের সেবক। আমরা বর্তমানে নাচোল উপজেলার জনগণকে সেবা দিতে এসেছি। আমাদের অফিসে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, এটা আমাদের খেয়াল রাখতে হবে বলে আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে মনে করি। আমার অফিসের সামনেও নোটিস টাঙানো আছে। এ ধরনের কাজ নিয়ে কেউ ‍এলে আমি তৎক্ষণাৎ কাজ করে ছেড়ে দেই।

এমএসএম / জামান

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক

বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য