পটিয়ায় বিদ্রোহী প্রার্থীদের দাপটে অসহায় নৌকার প্রার্থীরা
চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীদের দাপটে অসহায় অবস্থায় পড়েছেন। বিদ্রোহী প্রার্থীরা এলাকায় শত শত কর্মী-সমর্থক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে গেলেও নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় লঘু।
স্থানীয়দের মতে, নৌকা প্রতীকের যেসব প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে তাদের কর্মী-সমর্থক তেমন না থাকা এবং বিগত দিনের সাধারণ মানুষ তাদের কর্মী কান্ডে সন্তোষজনক না হওয়ায় মানুষ পরিবর্তনের পক্ষে সমর্থন দিচ্ছে, পাশাপাশি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেও মাঠ পর্যায়ে তাদের কোন ভিত্তি নেই বলে আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতা মন্তব্য করেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করার অপরাধে ‘বিদ্রোহী’ প্রার্থী ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। বিদ্রোহী প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিশাল একটি অংশ প্রকাশ্যে মাঠে রয়েছে।
জানা গেছে, বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভায় বহিস্কারের সিদ্ধান্ত হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোছলেম উদ্দিন আহমদে এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ সিনিয়র কয়েকজন এতে অধিকাংশ অনুউপস্থিত ছিলেন।
সভায় বহিষ্কৃতরা হলেন- পটিয়া আশিয়ায় বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈনুল হক রাশেদ, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বি এম জসিম, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া ডালিম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উর রশীদ চৌধুরী এজাজ, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী ও কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাসেম রাসেল, কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নিখিল দে, জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সবুজ মেম্বার ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক দিদারুল আলম, ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শফিউল আলম বাদশা, জিরি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান আবুল কালাম ভোলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কালাম বাবুল, ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবু জাফর।
কাশিয়াইশ ইউনিয়নে আওয়ামী লীগের গতবারের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেমকে দলীয় মনোনয়ন দেয়া নিয়ে বির্তক এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গাজী মোহাম্মদ আজগর জানান।
আশিয়ায় নৌকার প্রার্থী এম এ হাশেম, কুসুমপুরায় ইব্রাহীম বাচ্চু, কোলাগাওর আহমদ নুর, ছনহরায় শামশুল আলম, হাইদগাওতে আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল, জঙ্গলখাইনে গাহী মোহাম্মদ ইদ্রিসসহ কয়েকজন নৌকার প্রার্থীর অসহায়ত্ব ভাব।
পটিয়া আশিয়া ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈনুল হক রাশেদ বলেন, আমি দলীয় মনোনয়ন চাইনি, আমি আমার কর্মী সমর্থক নিয়ে বিজয় হওয়ার মত শক্তি এবং সাহস রয়েছে, যাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তাকে মানুষ কতটুকু গ্রহণ করেছে এলাকা না আসলে বুঝা যাবে না। কুসুমপুরায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইব্রাহী বাচ্চু দলীয় কর্মী সমর্থক না পেয়ে প্রচার প্রচারণা করতে না পেরে হতাশা প্রকাশ করেন, বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের পরও দলীয় কিছু নেতা কর্মী তাদের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান। জঙ্গলখাইনে বিদ্রোহী দিদারুল আলম দিদার বলেন, আমার এলাকায় যাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে সে প্রকৃত পক্ষে ভোট হলে ইউপি সদস্য থেকেও কম ভোট পাবে জানান।
এমএসএম / জামান
চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
লাকসামের অলি-গলিতে শীতের পিঠা বিক্রেতাদের মহা-ধুমধাম
শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
মনপুরায় আইনের জালে প্রভাবশালী ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার, আ.লীগ নেতা আটক
শালিখায় ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করলেন-জেলা প্রশাসক
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে আটক ৪
সিংগাইরে জমি বিক্রির পরও দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ
চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ আগুন: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫
নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসহ ৬জন গ্রেফতার
গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা: কথা বলার ডিভাইসসহ পরীক্ষার্থী আটক
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ২