ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

বাঁশখালী পৌর নির্বাচনে নৌকার মাঝি হয়ে লড়ছেন অ্যাড. তোফাইল


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২১ বিকাল ৫:৩২

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়ে ভোটযুদ্ধে লড়ছেন অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন। বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ঢাকায় দৌঁড়ে যান নবীন-প্রবীণ মনোনয়নপ্রত্যাশীরা। অবশেষে সকল কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে গত ৫ ডিসেম্বর আওয়ামী লীগের দলীয় প্রতীক বরাদ্দকালে মনোনয়নের যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণায় নাম উঠে আসে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইনের।

পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে দলীয় মনোনয়ন পেয়ে বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম শহর হয়ে বাঁশখালীতে ফেরার খবর ছড়িয়ে পড়ায় অ্যাডভোকেট তোফাইলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের সাথে স্বাগত জানাতে বাঁশখালী চাঁদপুর ব্রিজ এলাকায় ছুটে আসেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওলামা লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে বিশাল শোডাউন সহকারে নেতাকর্মীদের নিয়ে সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগের উপজেলাস্থ প্রধান কার্যালয়ে পৌঁছান তিনি।

এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন- শেখেরখীল ইউপি চেয়ারম্যান ইয়াছিন তালুকদার, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আকতার হোসেন, যুবলীগ নেতা হামিদুল্লাহ হামিদসহ নেতাকর্মীরা।

উপস্থিত নেতাকর্মীদের মতভেদ পরিহার করে ঐক্যবদ্ধভাবে আগামী পৌর নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে প্রধানমন্ত্রীর আস্থাভাজন বাঁশখালীর সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমানের হাত ধরে বাঁশখালী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করতে তাকে বিজয়ী করতে আহ্বান জানান অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন। এ সময় দলীয় নেতা কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।

দীর্ঘ সময় যাবৎ প্রত্যাশীরা নানাভাবে পৌরসভাস্থ মানুষের সাথে আগামী পৌর নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হয়ে নির্বাচন করার প্রত্যাশায় কাজ করেন। এবার পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেতে ঢাকায় ছুটে যান তারা। প্রত্যাশীদের মধ্যে ছিলেন- আওয়ামী লীগ সমর্থিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্য‍ামল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আকতার কাজেমী, সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী,আওয়ামী সমর্থিত মেয়র সেলিমুল হক চৌধুরী,পৌর যুবলীগ আহ্বায়ক হামিদুল্লাহ হামিদ,উপজেলা ওলামা লীগ সভাপতি মাওলানা আকতার হোসেন, আওয়ামী নেতা আকতার হোসাইন, শেখ মোজতবা আলী চৌধুরী, মাহমুদুল ইসলাম প্রম‍ুখ।

প্রত্যাশীদের নিয়ে স্থানীয়দের নানান কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা জুটল পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইনের কপালে।

কেন্দ্র থেকে বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নে এডভোকেট তোফাইল বিন হোসাইন এর নাম  ঘোষণার পর থেকে পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেতে ঢাকায় ছুটে যাওয়া অন্য প্রত্যাশীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। তবু্ও দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ না থাকায় এ সিদ্ধান্তই যেন চূড়ান্ত হিসেবে নিয়েছেন তারা।

তবে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে মনোনয়ন না পাওয়াদের মধ্যে মাওলানা আকতার হোসেন ও হামিদুল্লাহ হামিদ ছাড়া অন্য প্রত্যাশীদের তেমন কাউকে দেখা মেলেনি।

এছাড়া বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও দেশের বিভিন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনের ন্যায় বাঁশখালী পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে আসার কথা পৌরসভাজুড়ে চলছে মানুষের মুখে মুখে। তাদের মধ্যে রয়েছেন- বাঁশখালীর সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ কামরুল ইসলাম হোসাইনী, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দীন ও রাসেল ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, ২০০২ সনের ২২ ডিসেম্বর জলদি ইউনিয়নকে পৌরসভা ঘোষণা করা হয়। এখানে আগের তালিকা অনুযায়ী পুরুষ ভোটার রয়েছেন ১৩ হাজার, ৯৭৬ জন এবং নারী ভোটার রয়েছেন ১২ হাজার, ৯২০ জন। নতুন ভোটার তালিকা প্রকাশিত হলে ভোটার সংখ্যা আরো হাজারখানেক বাড়তে পারে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক মেয়র ও বিএনপি নেতা আলহাজ কামরুল ইসলাম হোসাইনিকে পরাজিত করে মেয়ের নির্বাচিত হন আওয়ামী সমর্থিত প্রার্থী শেখ সেলিমুল হক।

২০১৫ সনের নির্বাচনের পর থেকে নানা জটিলতার কারণে বাঁশখালী পৌরসভা নির্বাচন বেশ কিছু সময় পিছিয়েছিল।এতে পৌর এলাকা জুড়ে চলছিল নানা গুঞ্জন।তাছাড়া ২০১৫ সনের নির্বাচনের পর থেকে পৌর এলাকার রাস্তা-ঘাট সংস্কার কাজের তেমন কোন উন্নয়ন হয়নি।সরকার সমর্থিত মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পৌর এলাকার যে পরিমাণ উন্নয়নের আশা করেছিলো, পৌরবাসীর সেই স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেছে।তাই এবার নতুন মুখ দেখার স্বপ্ন লালন করছে পৌর এলাকার জনমনে।স্থানীয় পৌর এলাকার বেশ কিছু মানুষের সাথে কথা বললে  এমন তথ্যই বেরিয়ে আসে।

উল্লেখ্য, বাঁশখালী পৌর নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের শেষদিন ১৫ ডিসেম্বর, বাছাই হবে ২০ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষদিন ২৭ ডিসেম্বর, ভোটগ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারি।

এমএসএম / জামান

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার