ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পূর্ব জোয়ারা এলাকায় ঈদ-এ-মিলাদুন্নবী মাহফিল উদযাপন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১২:১২
চন্দনাইশে পবিত্র ঈদ-এ-মিল্লাদুনবী ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ-মিল্লাদুনবী (দ:) অনুষ্টিত হয়েছে। গত ১০ ডিসেম্বর বাদে মাগরিব হতে পৌরসভার ৩নং ওয়ার্ডে পূর্ব জোয়ারা চৌধুরী মার্কেটের সামনে পূর্ব জোয়ারা ঈদ-এ-মিল্লাদুনবী (দ:) উদযাপন কমিটির উদ্যোগে এই আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন পূর্ব জোয়ারা হাজী সুলতান আহমদ নতুন জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আলতাফুর রহমান আল কাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক। এতে প্রধান ওয়াজিন হিসেবে তকরির করেন বিশিষ্ট আলেমে দ্বীন এশিয়া দ্বীনে শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজবী। বিশেষ আলোচক ছিলেন,রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর সভাপতি আল্লামা সেকান্দর হোসেন আল কাদেরী,কাজী এবাদুল্লাহ শাহ (রহ:) তৈয়বীয়া সুন্নীয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু ইউসুফ নুর আল কাদেরী,পূর্ব জোয়ারা হাজী সুলতান আহমদ নতুন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন ফাহিম আল কাদেরী। এসময় বক্তারা বলেন, কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শায়খ সাইয়্যিদ আবদুল কাদের জিলানী (রহ.) (৪৭১-৫৬১ হিজরি) মুসলিম বিশ্বের পতন যুগে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন ইসলামের শাশ্বত আদর্শকে। তার মাধ্যমেই ইসলাম পূর্বের অবস্থায় ফিরে এসেছিল। এ জন্যই তার উপাধি ছিল মুহীউদ্দীন। হজরত আলী (রা.)-এর শাহাদাতের ৭০০ বছর পর হজরত বড় পীরের মাধ্যমেই সেই জায়গা পূরণ হয়েছে।
১ রমজান ৪৭১ হিজরিতে ইরাকের অন্তর্গত জিলান জেলার কাসপিয়ান সমুদ্র উপকূলের নাইদ নামক স্থানে বড়পীর হজরত আবদুল কাদের জিলানী (র.) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হজরত আবু সালেহ মুছা জঙ্গি (র.) ও মাতার নাম সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা (র.)। স্রষ্টার চূড়ান্ত দীদার লাভের উদ্দেশ্যে ১১ রবিউস সানি ৫৬১ হিজরি রোজ সোমবার ইহজগৎ ত্যাগ করেন। বর্তমানে ইরাকের বাগদাদ শহরে তাঁর মাজার শরিফ রয়েছে। গাউসুল আজম বড়পীর হিসেবে তিনি সবার কাছে পরিচিত।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে নাগেশ্বরীতে বাল্য বিবাহ প্রতিরোধ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ভূমিদস্যুদের কুনজরে জাকের হোসেনের সম্পত্তি

কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত

রাণীনগরে সরকারি অনুদান পেলেন দিনমজুর কালাম

সীমানা জটিলতা নিরসন শেষে মধুখালীর মিটাইন বালুঘাট ইজারাদারের হাতে হস্তান্তর

লাকসামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শাহরাস্তির টামটা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক দর্জিকে অপসারণ

বাঁশখালীর ক্যান্সার রোগী নজরুল ইসলামকে বাঁচাতে সাহায্যের আকুতি

নাচোলে নিজ অর্থায়নে ৭ কিলোমিটার রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক আমিন কর্মকার

বড়াইগ্রামে আমন ধানের রোগবালাই দমন কার্যক্রমে বিপিএইচ স্কোয়াডের মাঠ অভিযান।