ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ক্লিকের বিজয় উৎসবে চট্টগ্রামে গুণীজন সম্মাননা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-১২-২০২১ বিকাল ৫:৩০

দুই দিনব্যাপী বার্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ক্লিকের বিজয় উৎসব-২০২১। উৎসবে বিভিন্ন পেশার ছয় প্রবীণ গুণীজনকে চট্টলার বীর এবং ৮ তরুণকে তারুণ্যের কাণ্ডারি হিসেবে মোট ১৪ জনকে সম্মাননা দিয়েছে ক্লিক পরিবার। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে সম্মানা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত ৬ প্রবীণ গুণী ব্যক্তি হলেন- বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, একুশে পদকপ্রাপ্ত নাট্যশিল্পী আহমেদ ইকবাল হায়দার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন এবং ব্যবসায়ী ও শিল্পপতি তরফদার রুহুল আমীন।

অপরদিকে সম্মাননাপ্রাপ্ত তারুণ্যের কাণ্ডারিরা হলেন- পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু, জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটনের প্রেসিডেন্ট টিপু সুলতান, মানবাধিকার কর্মী আমিনুল হক বাবু, প্র্রকৌশলী সাইদুজ্জামান কিরণ, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমন, উদ্যোক্তা এ কে এম শহীদ চৌধুরী, সংগঠক জিনাত  সোহানা চৌধুরী, উদ্যোক্তা শাহ এমরান মো. আলী চৌধুরী।

ক্লিক চট্টলার বীর সম্মাননা প্রাপ্ত গুণীজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, স্বাধীনতার যুদ্ধের সময় আমরা তরুণদের জাগানোর চেষ্টা করেছিলাম। এখন ক্লিক ম্যাগাজিন চট্টগ্রাম সাজাতে তরুণদের জাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য ক্লিক পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনের জন্য ক্লিক ম্যাগাজিনের সম্পাদক জালালউদ্দিনি সাগরকে ধন্যবাদ জানাই। সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে হলে একে অপরকে সম্মান জানাতে হবে। যোগ করেন তিনি।  

ক্লিক চট্টলার বীর সম্মাননা প্রাপ্ত গুণীজন একুশে পদক প্রাপ্ত নাট্যজন ইকবাল হায়দার চৌধুরী বলেন, সাম্প্রদায়ীক সম্পৃতি আমাদের আমাদের অহংকার। সম্পৃতির এই মূল্যবোধকে আমাদের জাগ্রত করতে হবে। উপস্থিত তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে কাজ করতে হবে।  

সংশিষ্টরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা শুরু হওয়া ক্লিকক বিজয় উৎসব শেষ হয়েছে শুক্রবার রাত ১০টার দিকে। প্রতিদিন মঞ্চে পরিবেশিত হয়েছে ব্যান্ড সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য ফাশন শো।  এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চে পরিবেশিত হয় বাংলা চলচ্চিত্র নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ঐতিহ্যের বাংলা সিনেমা’।

একই দিন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মো. মমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে ক্লিক অনলাই ফিল্ম ফেস্টের বিজয়ীদের হাতে পুরুস্কার ও ক্রেষ্ট তুলে দেন।  ক্লিক সম্পাদক জালালউদ্দীন সাগর বলেন, এই ফেস্টের মাধ্যমে অনেক তরুণ ও প্রতিভাবান উদ্যোক্তা নিজের প্রতিষ্ঠানের তৈরী করা পন্য সামগ্রী নিয় এই ফেস্টে এসেছেন। সময়ে ও স্থানের গণ্ডি পেরিয়ে তারা একদিন অনেকদূর এগিয়ে যাবে,চট্টগ্রামের মূখ বিশ্ব দরবারে উজ্জ্বল করবেন এটাই প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, ক্লিক ম্যাগাজিন প্রতিবছর বিয়য়ে মাসে গুণীজনকে দেয় শুধুমাত্র তাদের স্মরণ করেই-যারা এই চট্টগ্রামের ইমেজ বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। ক্লিক পরিবার সব সময় ব্যতিক্রম কিছু করার ছেষ্টা করে। ভবিষ্যতেও তা অবহ্যাত থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ক্লিক বিজয় ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমানসহ রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগমসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

 

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত