ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরীতে জুয়া ও ক্যাসিনোর আসর সক্রিয়


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-১২-২০২১ বিকাল ৫:৫২

সারাদেশের মতো চট্টগ্রাম নগরীতেও ২০১৯ সালে শুদ্ধি অভিযান শুরুর পর দেশব্যাপী জুয়া, ক্যাসিনোসহ সব আখড়া বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকলেও ফের সক্রিয় হয়ে উঠেছে শত শত আসর। নগরীর বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসার তথ্য আসছে রীতিমতো।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট থানা পুলিশকে ম্যানেজ করে বিভিন্ন পাড়া মহল্লায় নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে আসর।  অধিকাংশ আখড়ায় আবার মিলছে মাদকদ্রব্য। পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় জহির এন্ড ব্রাদার্স এর বিপরীত গলির বাম পাশের সড়কের খালপাড়ে গড়ে উঠেছে বিশাল একটি জুয়া ও মাদকের আখড়া। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট আসর চলছে। এই আখড়ার প্রধান নিয়ন্ত্রক স্থানীয় সন্ত্রাসী নুরুল আলম ওরফে লম্বা আলম, রয়েছে পুলিশ ও ডিবির  সোর্স হিসেবে পরিচয়  দেওয়া আরাফাত নামে এক পেশাদার অপরাধীও। ক্যাশিয়ার পরিচয়ে আরেক কথিত ব্যক্তি দৈনিক দুই হাজার টাকা করে মাসোহারা নেয়ার অভিযোগ রয়েছে। জুয়াড়ি ও মাদকসেবিদের আনাগোনায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। স্থানীয়রা বারবার অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি পাঁচলাইশ পুলিশ।

চকবাজার থানার ডিসি  রোডস্থ শরীফ কলোনির জুয়ার আখড়ায় গত ২৩ নভেম্বর অভিযান চালিয়ে ১০জনকে আটক করে পুলিশ। পরেরদিন থেকে এটি আবারো রাত দিন ২৪ ঘন্টা পুরোদমে চলছে। এটি পরিচালনা করছে আব্দুল খালেক ও আব্দুর রহমান নামে দুই ব্যক্তি। পুলিশের গতিবিধি নজরদারির জন্য রাখা হয়েছে বেতনধারী  ১০জন কর্মচারীও। শরীফ কলোনির পাশেই একটি পরিত্যক্ত বাড়িতে বর্তমানে চলছে এটি। এই স্পটে রয়েছে মাদকের ব্যবস্থাও। থানার ক্যাশিয়ার পরিচয়ে কথিত অলি নামক এক ব্যক্তি দৈনিক তিন হাজার টাকা করে মাসোহারা নেয়ার অভিযোগ আছে এখানে।

সদরঘাট থানাধীন নালা পাড়া এলাকায় দীর্ঘদিন যাবত চলে আসছে জুয়ার আসর। একটি ভবনের দ্বিতীয় তলা দখলে নিয়ে বিভিন্ন কক্ষে বিভিন্ন ক্লাব সংগঠনের সাইনবোর্ড লাগিয়ে জুয়ার আসর বসছে নিয়মিত। এই স্পটে মিলে ইয়াবা,  ফেন্সিডিলসহ মাদকদ্রব্য। এটি নিয়ন্ত্রণ করছে স্থানীয় এক সন্ত্রাসী। এই ভবনে লোকজন আটকে রেখে অর্থ আদায়ের মত গুরুতর অভিযোগও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরদারির জন্য মেইনরোড পর্যন্ত সিসি টিভি ক্যামেরা লাগিয়েছে চক্রটি। পালানোর জন্য বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে গোপন পথও।  কোতোয়ালি থানা এলাকায় সবচেয়ে বড় আসর বসে অভয় মিত্র ঘাট এলাকার মাছের একটি পরিত্যক্ত ভবনে। এটি নিয়ন্ত্রণ করছে আনোয়ার নামে এক পেশাদার অপরাধী। তার সহযোগীদের মধ্যে রয়েছে জাবেদসহ আরো দুইজন। দিনে অন্তত অর্ধকোটি টাকার  লেনদেন হয় বলে তথ্য রয়েছে। এছাড়া, রেলওয়ে জামে মসজিদের পাশে, রেলওয়ে থানার সামনে একটি এবং রিয়াজুদ্দিন বাজার কেন্দ্রিক অসংখ্য জুয়ার আসর বসে রীতিমতো। 

সংশ্লিষ্ট থানা পুলিশকে ম্যানেজ না করে একদিনও জুয়ার আসর পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেন একাধিক জুয়াড়িও! নগরবাসীর অভিযোগ, মাঝেমধ্যে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে অভিযান চালায় থানা পুলিশ। তবে স্থায়ীভাবে এসব আখড়া উচ্ছেদ করতে আন্তরিক নন তারা। কারণ তাদের অবৈধ আয়ের বড় একটি অংশ আসে এ খাত থেকে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, জুয়ার আইন অত্যন্ত দুর্বল। ফলে আটকের বিষয় অনেকেই আমলে নেয় না। জুয়াড়িরা আটক হলেও পরেরদিন বেরিয়ে যায়। জুয়ার কারণে কত মানুষ নিঃস্ব হয়েছে তা সবার জানা। যে পরিবারে একজন জুয়াড়ি রয়েছে, সেই পরিবার যেন ধ্বংস হয়েছে। 
নগরে প্রায় থানা এলাকায় পুরোদমে চালু হয়েছে ছোট বড় জুয়ার আখড়া। পাঁচলাইশ থানার  ষোলশহর  রেলস্টেশন এলাকায় রয়েছে বিশাল আসর, হাদু মাঝি পাড়ায় পুলিশের কথিত ে  সোর্স মাছুয়ার স্পট চলছে বিগত পনের বছর যাবত। বাকলিয়া থানার বড়মিঞা মসজিদ, বগারবিল ও রাজাখালীতে আসর বসে। চকবাজার কুজারা পাড়ায় বক্করের আখড়া,  গোলপাহাড় এলাকার একটি আবাসিক হোটেলেও বসে জুয়া।

চান্দগাঁও থানা এলাকায় অন্তত তিনটি আসর চলছে। কোতোয়ালি থানার রিয়াজুদ্দিন বাজার ও স্টেশন রোড কেন্দ্রিক অন্তত ৫টি স্পট চলছে, তবে অনলাইন জুয়ার প্রভাব বেশি।

সদরঘাট থানার সরকারি সিটি কলেজের সামনে একটি, রেল গেইট বালুরমাট এলাকায় একটি রয়েছে। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, বন্দর ক্লাব, হালিশহরের একটি ক্লাবসহ প্রায় থানা এলাকায় ফের গর্জে উঠেছে ছোট বড় জুয়ার আসর।

অধিকাংশ আসর কেন্দ্রিক রয়েছে মাদকের বিস্তার। জুয়া ও ক্যাসিনোর ব্যবসার আড়ালে এলাকায় মাদক ইয়াবা চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ঘটনার বিষয়টি স্থানীয় পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ঠ থানাগুলোর ওসিকে একাধিবার জানানোর পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত