ত্রিশালে ২০০ বছরের আগে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ

ময়মনসিংহের ত্রিশালের বাহাদুরপুর গ্রামে ফরমান আলী সরকার কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ। দৃষ্টিনন্দন স্থাপত্য মসজিদটি নির্মাণ শ্রমিক আনা হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। প্রায় ২০০ বছর আগে ফরমান আলী নামে এক ব্যক্তি নিজ উদ্যোগে মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদের ভেতর ও বাহিরে নিখুঁত কারুকার্য বর্তমান সময়ে আকৃষ্ট করেছে মানুষকে।
জানা গেছে, উপজেলার বালিপাড়া ইউনিয়নের ত্রিশাল বালিপাড়া রোডের পাশে নির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদটির দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। মসজিদের ভেতরে তিনটি মেহরাব রয়েছে। এরমধ্যে মাঝ খানেরটি ইমামের জন্য। পাশের দুটি সৌন্দর্য বর্ধনের জন্য। এই মেহরাব গুলো ভেতরের অংশে নির্মাণ করা হয়।সেই জন্য বাইরে মেহরাবের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। মেহরাবের জন্য মসজিদের পশ্চিম পাশের দেয়াল প্রায় তিন ফুট প্রশস্ত করে নির্মাণ করা হয়েছিল। ফরমান আলী ছিলেন একজন ইসলাম প্রিয় লোক।
ধর্মীয় মূল্যবোধের প্রতি অগাধ বিশ্বাসের কারণে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। তিনি শুধু এই মসজিদটি নির্মাণ করেই থেমে থাকেননি। রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। মসজিদের কার্যক্রম পরিচালনার জন্য তিনি সাড়ে চার একর আবাদি জমি মসজিদের নামে লিখে দেন। মসজিদটি মোতোয়াল্লির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।
বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মোতোয়াল্লি মো. শাহজাহান সরকার বলেন ইসলামের বিকাশ এবং ধর্মীয় রীতিনীতি পালন তিনি অবদান অপরিসীম। উনার একক প্রচেষ্টায় প্রায় ২০০ বছর আগে চুন-সুড়কির গাঁথুনি দ্বারা এই অপরূপ কারুকার্যের মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের নামে দেয়া জমির ফসল থেকেই একজন ইমাম খতিব ও মুয়াজ্জিন যাবতীয় খরচ বহন করা হয়।
এমএসএম / জামান

দরজায় কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনীবার্তা

দরজায় কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ফেসবুক ছিল বিনোদনের জায়গা, এখন আয়ের মূল উৎস

তোমাদের মৃত্যুর দায় আমরা এড়াতে পারি না

সুফি ঐতিহ্য, সংস্কৃতি, ভাবাদর্শ প্রতিষ্ঠার ১ যুগ পার করল সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন

ব্যতিক্রমী ধারার আলো নেভার পথে

টেকসই কৃষির জন্য চাই জৈব বালাইনাশক

ঈদযাত্রা হোক দুর্ঘটনামুক্ত

রমজানে ভ্রমণে যে বিষয় মেনে চলা জরুরি

সুস্থ থাকার জন্য কেমন পানির ফিল্টার নির্বাচন করবেন

সাপের ক্ষিদে মেটাতে পাখিশূন্য দ্বীপ

একদিনের ট্যুরেই ঘুরে আসুন চীনামাটির পাহাড়ে
