বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে ময়লা-আবর্জনা
মহান বিজয় দিবসের মাসেও অযত্নে আর অবহেলায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির চারপাশে ময়লা-আবর্জনায় জর্জরিত হয়ে আছে। এসব ময়লা-আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় উপজেলা প্রশাসন বা পৌর কর্তৃপক্ষের কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে জানান মুক্তিযোদ্ধারা। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ ও হতাশ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চারপাশে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে আছে। পশুর মলমূত্র, ফল-মূলের খোসায় সয়লাব। শুধু তাই নয়, অবৈধভাবে চারপাশে সিএনজি ও মোটরসাইকেল পার্কিংসহ দোকান-পাটের বিভিন্ন আসবাবপত্র রাখা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে। অপরদিকে, চারপাশে নিরাপত্তা বেষ্টনী থাকলেও তা মানছে না কেউ।
স্থানীয়রা জানান, ‘জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিকৃতির চারপাশে ময়লা আবর্জনার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে পুষ্পস্তবক অর্পণ করতে আসা লোকজনও বিভ্রান্তিতে পড়ে। বঙ্গবন্ধুর প্রতিকৃতির সৌন্দর্য রক্ষায় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।’
একাধিক বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘প্রতিনিয়ত এমন চিত্র দেখতে হয়। চারপাশে যেন ময়লা ভাগার। মহান বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ দিবসগুলোতে এই জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। কিন্তু তা রাখা হচ্ছে না। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবিও জানিয়েছেন তারা।’
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা জানান, ‘২০১৮ সালে কমিটি বিলুপ্তি হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের কোন কার্যক্রম আমাদের অধীনে নেই। মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। তবে, বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে ময়লা-আবর্জনা থাকাটা দুঃখজনক।
‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে ময়লার থাকার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানকে মোবাইলে একাধিকবার কল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধু প্রতিকৃতির পাশে ময়লা-আবর্জনার অপসারণের বিষয়টি দেখতেছি।
ক্যাপশন:
১. ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ময়লা-আবর্জনা। ২. সিএনজি স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ