ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

তানোরে ইট চাঁপায় শ্রমিকের মৃত্যু ধাঁমাচাঁ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ১২:৩১
রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউপির গোয়ালপাড়া অবৈধ কেআরবি ইট ভাটায় কাঁচা ইট চাঁপায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। নিহত খাইরুল কানসাট এলাকার বাসিন্দা। তিনি ভাটার চুল্লীতে  কাঁচা ইট সাজানো মিস্ত্রী হিসেবে কাজ করতেন।খাইরুল নিহতের ঘটনা গোপণ করে  লাশ ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে,দাবি উঠেছে খাইরুলের লাশ ময়না তদন্ত করে ভাটা মালিকের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণের।স্থানীয় বাসিন্দা শফিকুল, দুরুল,  আলাউদ্দিন ও খালেক সকালের সময়কে বলেন, শ্রমিকের মৃত্যুর খবর গোপণ করে এমনকি কাউকে লাশ দেখতে না দিয়ে তৎক্ষনিক লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে ঘটনা ধাঁমাচাঁপা দেয়া হয়েছে। তারা বলেন, অবৈধ এই ভাটার কারণে লোকালয়ে জনজীবন দুর্বিষহ ও ফসলহানির ঘটনা ঘটছে। এমনকি এর আগেও এমন ঘটনা ঘটেছে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো এদিন খাইরুল ভাটার চুল্লীতে কাঁচা ইট সাজানোর কাজ করছিল। এ সময় হঠাৎ উপরের ইট এসে তার উপর পড়লে তিনি ইটের নিচে চাঁপা পড়ে সেখানই মারা যায়।
এদিকে ভাটা মালিক তার মৃত্যুর খবর গোপণ করে তড়িঘড়ি লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এবিষয়ে জানতে চাইলে কেআরবি ভাটা মালিক হাজী আবুল কালাম সকালের সময়কে  বলেন, ভাটায় হঠাৎ স্ট্রোক করে খাইরুল মারা গেছে। শ্রমিকের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হায়াত মউত আল্লার হাতে এভাবে তার মৃত্যু লেখা আছে, তিনি বলেন, দুজন পুলিশ এসে লাশ দেখে গেছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সকালের সময়কে  বলেন, এমন ঘটনার খবর তার জানা নাই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে। এবিষয়ে বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, অবৈধ ইট ভাটার কারণে এলাকার কৃষিতে বিপর্যয় ও বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিনি ভাটা বন্ধের দাবি জানান।

এমএসএম / এমএসএম

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার

রায়গঞ্জে ব্যারিস্টার বাতেন : ‘৩১ দফাই শান্তি ও সমৃদ্ধির রূপরেখা’

নরসিংদীতে সবজির বাজারে অস্থিরতা