ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

তানোরে ইট চাঁপায় শ্রমিকের মৃত্যু ধাঁমাচাঁ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ১২:৩১
রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউপির গোয়ালপাড়া অবৈধ কেআরবি ইট ভাটায় কাঁচা ইট চাঁপায় খাইরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। নিহত খাইরুল কানসাট এলাকার বাসিন্দা। তিনি ভাটার চুল্লীতে  কাঁচা ইট সাজানো মিস্ত্রী হিসেবে কাজ করতেন।খাইরুল নিহতের ঘটনা গোপণ করে  লাশ ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে,দাবি উঠেছে খাইরুলের লাশ ময়না তদন্ত করে ভাটা মালিকের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা গ্রহণের।স্থানীয় বাসিন্দা শফিকুল, দুরুল,  আলাউদ্দিন ও খালেক সকালের সময়কে বলেন, শ্রমিকের মৃত্যুর খবর গোপণ করে এমনকি কাউকে লাশ দেখতে না দিয়ে তৎক্ষনিক লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে ঘটনা ধাঁমাচাঁপা দেয়া হয়েছে। তারা বলেন, অবৈধ এই ভাটার কারণে লোকালয়ে জনজীবন দুর্বিষহ ও ফসলহানির ঘটনা ঘটছে। এমনকি এর আগেও এমন ঘটনা ঘটেছে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো এদিন খাইরুল ভাটার চুল্লীতে কাঁচা ইট সাজানোর কাজ করছিল। এ সময় হঠাৎ উপরের ইট এসে তার উপর পড়লে তিনি ইটের নিচে চাঁপা পড়ে সেখানই মারা যায়।
এদিকে ভাটা মালিক তার মৃত্যুর খবর গোপণ করে তড়িঘড়ি লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এবিষয়ে জানতে চাইলে কেআরবি ভাটা মালিক হাজী আবুল কালাম সকালের সময়কে  বলেন, ভাটায় হঠাৎ স্ট্রোক করে খাইরুল মারা গেছে। শ্রমিকের মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হায়াত মউত আল্লার হাতে এভাবে তার মৃত্যু লেখা আছে, তিনি বলেন, দুজন পুলিশ এসে লাশ দেখে গেছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সকালের সময়কে  বলেন, এমন ঘটনার খবর তার জানা নাই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে। এবিষয়ে বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, অবৈধ ইট ভাটার কারণে এলাকার কৃষিতে বিপর্যয় ও বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিনি ভাটা বন্ধের দাবি জানান।

এমএসএম / এমএসএম

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ