গোবিন্দাসী ইউপি নির্বাচনে সহিংসতা: কাদের-আনোয়ার মেম্বার প্রার্থীর সংঘর্ষ
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গোবিন্দাসী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী (তালা প্রতীক) আব্দুল কাদের মন্ডল ও তার প্রতিদ্বন্দ্বী মেম্বার পদপ্রার্থী (মোরগ প্রতীক) আনোয়ার হোসেন এ দুই মেম্বার পদপ্রার্থীসহ তাদের সমর্থকদের মধ্যে নির্বাচনি সহিংসতায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাদের মণ্ডল ও আনোয়ারসহ উভয় পক্ষের কমপক্ষে ৬ জন সমর্থক আহত হয়েছেন।
এরমধ্যে কাদের মণ্ডলের ৫ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন নিজেই আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টার দিকে চিতুলিয়াপাড়া গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মেম্বারপ্রার্থী কাদের মণ্ডলের ভাতিজা মুহাইমিনুল ইসলাম হৃদয় মণ্ডলের অভিযোগ মতে, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে চিতুলিয়া পাড়ায় আমার চাচা মেম্বারপ্রার্থী কাদের মণ্ডলসহ সমর্থকরা ভোট প্রার্থনা করছিলাম। মেম্বার পদপ্রার্থী আনোয়ার ২০ থেকে ৩০ জনের একটি বাহিনী নিয়ে নিজেই মহল্লায় মহড়া দিয়ে আমার চাচা ও তার সমর্থকদের আক্রমণ করার জন্য খুঁজতে থাকেন।
একপর্যায়ে আমাদের নির্বাচনি প্রচারণায় খোঁজ পেয়ে চিতুলিয়াপাড়া গ্রামের (বন্দে আলী ডা: এর বাড়ির সামনে) আব্দুল কাদের মন্ডলের সমর্থকদেরকে সামনে পেয়েই লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে করে ৪ থেকে ৫ জন আহত হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তারা চিকিৎসাধীন।
হৃদয় মণ্ডল আরও জানান, হামলার ঘটনার বিষয়ে থানায় ও নির্বাচন রির্টানিং কর্মকর্তার বরাবর অভিযোগ করার প্রস্তুতি চলছে। কাদের মন্ডলের অভিযোগের বিষয়ে বক্তব্যে নেওয়ার জন্য তার প্রতিদ্বন্দ্বি মেম্বারপ্রার্থী আনোয়ার হোসেনকে একাধিকবার মোবাইলে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনার বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মোবাইল ফোনে জানান, এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা ও ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করুন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা জানান, সংঘর্ষের ঘটনার বিষয়ে আমার জানা নেই। আপনি (সাংবাদিকের) মাধ্যমে জানতে পারলাম। তবে, কেউ লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied