ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে ক্ষতিগ্রস্ত পাকা রাস্তা মাটি দিয়ে সংস্কার করায় জনদুর্ভোগ চরমে


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ৪:৬

টাঙ্গাইলের বাসাইলে পাকা রাস্তা মাটি দিয়ে সংস্কার করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আগে কিছুটা ঝুঁকি নিয়ে হলেও মানুষ ও যান চলাচলের জন্য সচল ছিল রাস্তাটি। সংস্কারের পর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এ যেন হিতে বিপরীত অবস্থা। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদ থেকে আইসড়া ভায়া ঝনঝনিয়া রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এটি উপজেলা সদরের সাথে ফুলকী ইউনিয়নবাসীর যোগাযোগের একমাত্র রাস্তা। গতবারের বন্যায় প্রায় ৫০-৬০ মিটারের মতো জায়গার পিচ ও ইটের খোয়া সরে গিয়ে খাদের সৃষ্টি হয়। তার পর থেকে ঝুঁকি নিয়েই চলছিল যানবাহন ও মানুষের যাতায়াত।

সম্প্রতি সড়কের ওই ক্ষতিগ্রস্ত অংশটুকু সংস্কারের জন্য টেস্ট রিলিফের (টিআর) প্রায় ৭০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার নিজেই ওই প্রকল্পের সভাপতি। তার স্বামী কাজটি বাস্তবায়ন করেন। চলতি মাসের প্রথম সপ্তাহে সংস্কারকাজটি শেষ করা হয়। তার পর থেকেই চলাচলের ক্ষেত্রে জনদুর্ভোগ বেড়ে যায় বহুগুণে। বর্তমানে সড়কটি দিয়ে যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা যায়, বালি ও খোয়ার সংমিশ্রণে সংস্কার কাজটি করা কথা। কিন্তু এসব উপকরণের পরিবর্তে সড়কের পাশের ধানক্ষেত থেকে এটেল মাটি দিয়ে ভরাট করে রাস্তার খাদ। আর ওই  মাটির উপরে ইটের আধলা ফেলে এক পরত বালু দিয়ে ঢেকে দেয়া হয়। এর ওপর বৃষ্টির পানি আর যান চলাচলের চাপে সংস্কারকৃত অংশটুকুতে হাঁটু অবধি কাদায় পরিণত হয়। ফলে সড়কটির এমন বেহাল অবস্থা হয়েছে যে, যান চলাচল তো দূরের কথা, হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। এতে ক্ষোভে ফুঁসে উঠছেন ভুক্তভোগীরা।

তারা বলছেন, যে সংস্কারে রাস্তা নিরাপদ যাতায়াতের পরিবর্তে চলাচলের অযোগ্য হয়ে পড়ে, এমন সংস্কার আমরা চাই না। নিয়মবহির্ভূতভাবে পাকা রাস্তায় কাদামাটি দিয়ে দায়সারা সংস্কারের কারণেই বর্তমানে জনদুর্ভোগ আরো বেড়ে গেছে।

ব্যাটারিচালিত এক অটোচালক বলেন, সড়কে প্রতিদিন দু-চারটি ব্যাটারিচালিত অটোরিকসা উল্টে গিয়ে আঘাত পাচ্ছেন যাত্রীরা। ভেঙেচুরে নষ্ট হয়ে যাচ্ছে অটোরিকসা। এক সিএনজিচালক বলেন, কাদায় লেপ্টে আটকে যাচ্ছে সিএনজিচালিত অটোরিকসা, পিকআপভ্যান, ট্রাক, ভ্যান-রিকসা ও মোটরসাইকেলসহ অন্যান্য ভারী যানবাহন। তৈরি হচ্ছে যানজট। চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। মাত্র ৫০-৬০ মিটার রাস্তা অপরিবল্পিতভাবে বালু-খোয়ার পরিবর্তে কাদামাটি দিয়ে মেরামত করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ফুলকী ইউনিয়নের মানুষের টাঙ্গাইলের ঘারিন্দা ঘুরে উপজেলা সদরে যেতে হচ্ছে। এই কাদামাটি অপসারণ করে ইটের খোয়া ও বালি না ফেলা পর্যন্ত এ রাস্তা দিয়ে কোনোক্রমেই যাতায়াত সম্ভব নয়।

ময়থা নতুন বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, সাধারণ যাত্রীদের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন ময়থা নতুন বাজার, পুরাতন বাজার, ফুলকি পশ্চিম ও দক্ষিণ বাজারের ব্যবসায়ীরা। তাদের দোকানের মালামাল আনা-নেয়ার জন্য প্রায় ১৫-২০ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি।

ওই সড়কে যাতায়াতকারী মিনি ট্রাকচালক সোহরাব হোসেন বলেন, সংস্কারের আগে তাও চলাচল করা গেছে। কিন্তু কাদামাটি দিয়ে সড়ক সংস্কারের কারণে এখন আর চলাই যাচ্ছে না।  সড়কের সৃষ্ট গর্তে ও কাদাপানিতে প্রতিদিনই কোনো না কোনো যানবাহন ফে‍ঁসে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। এ এলাকায় যোগাযোগের ক্ষেত্রে প্রায় ২০ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

কথা হয় সিএনজিচালিত অটোরিকসাচালক শাহদত হোসেনের সাথে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটেল কাদামাটি দিয়ে পাকা রাস্তার ভাঙা মেরামত করার এমন অবিবেচকের মতো কাজ আর দেখিনি। এই রাস্তার হাঁটু পর্যন্ত কাদায় দেবে অনেক যানবাহন প্রতিদিনই বিকল হয়ে পড়ছে।

ফুলকি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডে সদস্য  আব্দুল মান্নান বলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন নিজেই এ কাজটি করেছেন। কাজের পরিকল্পনায় ভুল আর দায়িত্বহীনভাবে কাঁচা কাদামাটি দিয়ে সংস্কারের কারণেই রাস্তাটির এমন বেহাল অবস্থা। ইটের খোয়া আর বালুর সংমিশ্রশে রাস্তাটি মেরামতের কথা থাকলেও ইরি ক্ষেতের এটেল মাটি দিয়ে কাজ করায় বৃষ্টিতে মাটি হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে। এতে এলাকার হাজার হাজার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই কাদা সরিয়ে শিগগিরই রাস্তাটি পুনরায় ঠিক করে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য অনুরোধ করছি।

বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যন কাজী অলিদ ইসলাম বলেন, কিছুদিন আগে এই রাস্তাটুকু মেরামতের জন্য উপজেলা পরিষদ থেকে কিছু টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। যেভাবে কাজ করার কথা ছিল সে নিয়ম অনুযায়ী কাজটি না করায় রাস্তাটির এমন বেহাল অবস্থা হয়েছে। কাজটি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত বাসাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তারের সাথে আমার কথা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে রাস্তার কাদা অপসারণ করে কাজটি পুনরায় করে দেবার নির্দেশ দেয়া হয়েছে।

বাসাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। শিগগিরই কাজটি পুনরায়  করে দেয়া হবে।

এমএসএম / জামান

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত

কুড়িগ্রামেনদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত