ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

তানোরে ওয়ার্ল্ড ভিশন- ৫০তম বর্ষপূর্তিতে রজতজয়ন্তী উদযাপন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২২-১২-২০২১ দুপুর ১২:১৭

রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন তানোর উপজেলা শাখার উদ্যোগে-ওয়ার্ল্ড ভিশন তানোরে (৫০তম বর্ষপূর্তির-রজতজয়ন্তী) জাতীয় পতাকা উত্তোলন ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।২১ ডিসেম্বর ওয়ার্ল্ড ভিশন তানোরে (৫০তম বর্ষপূর্তির-রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে, ওয়ার্ল্ড ভিশন রাজশাহী জেলার সিনিয়র ম্যানেজার মিঃ সেবাস্টিয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে, তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী-৫২' তানোর, গোদাগাড়ী-১' জাতীয় সাংসদ সদস্য ও সাবেক শীল্প প্রতিমন্ত্রী, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না,  তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, তানোর থানার অফিসার ইন্চার্জ  (ওসি) রাকিবুল হাসান রাকিব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবুবাক্কার, মহিলা ভাইস-চেয়ারম্যান ও তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি, সোনিয়া সরদার।তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (প্রদীপ) সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক  আবুল বাসার সুজন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য, রামিল হাসান সুইট ও মোর্শেদুল মোমেনিন (রিয়াদ) প্রমুখ।এছাড়াও বিভিন্ন  শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের গৃহীত ভীষণ মঙ্গা-ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এবং আত্মনির্ভরশীল সুশিক্ষিত জাতি গঠন ও আধুনিক ডিজিট্যাল  বাংলাদেশ গড়ে তুলার লক্ষে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দীর্ঘ ৫০ বছর ধরে নানামুখি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আশছে। 

সমাজে পিছিয়ে পড়া ছিন্নমূল দুস্থ-দরিদ্র অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে অগ্রগামী ভূমিকা রেখছে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন তানোর শাখা, আমি এই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন তানোর শাখার সর্বস্থরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গহীন বরেন্দ্র অঞ্চল তানোর-এর ৭টি ইউনিয়ন ও ২টি পৌর এলাকার দুস্থ-দরিদ্র অসহায় মানুষের কল্যানকামী ওয়ার্ল্ড ভিশন তানোর শাখার সার্বিক উন্নয়ন মূলক কর্মকান্ডে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক প্রয়োগ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল চুরি

ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ভোগান্তিতে দুমকীর জনসাধারণ

কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন

বছরের শেষের সাপ্তাহে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে, হোটেল-মোটেল প্রায় পূর্ণ

রায়পুরে অবৈধ ভাবে রায়পুরে অবৈধ ভাবে মাটি কাটায় অর্থদন্ড

রাবিতে মৎস্য শিক্ষায় উদ্ভাবন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, রায়গঞ্জে জনগণের আস্থায় এসিল্যান্ড মাসুদ রানা

দীপু দাসকে হত্যা ও আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ বিআরটিএ যেন ঘুষ-দুর্নীতির আখড়া!

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৪ দিন ব্যাপি আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীরের মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, জনজরিপে এগিয়ে ডাঃ আনোয়ারুল হক

আত্রাইয়ের শুঁটকি বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়