পূর্ব বঙ্গ গুরকূল ব্রহ্মচর্য্য আশ্রমে হামলাকারীদের শাস্তি দাব

পবিত্র তীর্থস্থান পূর্ব বঙ্গ গুরকূল ব্রহ্মচর্য্য আশ্রমে হামলা ও শিব মন্দির ভাংচুরকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গত শুক্রবার বিকেলে নগরীর পাহাড়তলী এলাকায় আশ্রম প্রাঙ্গণে সেবায়েত দুলাল কান্তি নাথের (গিরিজ সাধু)র সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল মহাজন লিটনের সঞ্চলনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা সনজিত চন্দ্র দাশ (সাধু), অধ্যাপক সমীরণ দেওয়াজী, পূজারী দীপক ভট্টাচার্য্য কাজল, আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সহ-সভাপতি কাজল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, অর্থ সম্পাদক কল্লোল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক অশোক ভট্টচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক সুধাংশু দাশ, সমাজকল্যাণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, মহিলা বিষয়ক সম্পাদক রুবি বিশ্বাস, সম্পাদক মন্ডলীর সদস্য কৃষ্ণ চৌধুরী, প্রকাশ দাশ, রাসেল দাশ, পলাশ কান্তি নাথ, উজ্জ্বল চক্রবর্তী, সনজিত নাথ, অর্জুন চৌধুরী, বাবলা সেনগুপ্ত, সুরজিত চক্রবর্তী প্রমূখ। সভায় বক্তারা বলেন- সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক পবিত্র এই তীর্থস্থানের নিজস্ব ভূমিতে মানব কল্যাণে ঋষিপুরুষরা বৃটিশ শাসন আমলাধীন থেকে দেবাদিদেব মহাদেব, দূর্গা ও ভগবান শ্রী কৃষ্ণের মন্দির প্রতিষ্ঠায় সাধন-ভজন করে আসছে। সাম্প্রতিক সময়ে জমির মুল্য বৃদ্ধি পাওয়ায় কতিপয় চিহ্নত ভূমি খেকো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দখলবাজ কর্পোরেট পুঁজির চামচারা স্বনামে-বেনামে জাল জালিয়াতি করে দলিল সৃজনে, সরকার ও রাষ্ট্র বিরোধী এজেন্টদের মধ্যে স্বীকৃত এক মামলাবাজ দালাল নিজেকে স্বঘোষিত সেবায়েত/সভাপতি দাবি করে মন্দিরের জায়গা দখলে নিতে অত্র এলাকার ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে পূর্ব বঙ্গ গুরুকূল ব্রহ্মচার্য্য আশ্রমের মন্দিরে হামলা ও শিব মন্দির, মনষা মন্দির ভাংচুর করছে। এ ধরনের নির্মম বর্বরতায় গভীর রাতে সাম্প্রদায়িক হামলা শুধু সনাতনী সমাজ নয়, কোন সভ্য সমাজ মেনে নিতে পারেনা। তাই আমরা এই ন্যক্কারজনক বর্বরতায় সনাতনীদের পবিত্র তীর্থস্থান গুরকূল ব্রহ্মচর্য্য আশ্রমে হামলায় মন্দির ভাংচুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শীঘ্রই দখলবাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীসহ তাদের ভাড়াটিয়া চিহ্নত সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি এবং অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থা ব্যর্থ হলে অচিরেই কেন্দ্রীয়ভাবে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে ভূমিদূস্য দখলবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বাধ্য করা হবে।
উল্লেখ্য ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা মন্দিরে হামলা ও শিব মন্দিরসহ মনষা মন্দির ভাংচুর করে।
এমএসএম / এমএসএম

জিন তাড়াতে গিয়ে মা-মেয়েকে হত্যার মূল আসামী কবিরাজ গ্রেপ্তার

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
