চট্টগ্রাম বন্দরে শ্রমিকের পোশাকের টাকা আত্মসাৎ!
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে কর্মরত বার্থ অপারেটর, টার্মিনাল অপরারেটর ও শিপ হ্যান্ডেলিং অপরেটারদের অধীনে নিয়োজিত কর্মচারীদের নির্ধারিত ইউনিফর্ম যথাসময়ে প্রদান না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মালিকদের বিরুদ্ধে। যদিও এই সিজনাল পোশাকের (ইউনিফর্ম) টাকা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ঠিকই উঠিয়ে নিয়ে যাচ্ছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ বিষয়ে গত ৯ ডেিসম্বর ১৫ দিনের মধ্যে ইউনিফর্ম প্রদানের জন্য সংশ্লিষ্টদের একটি সার্কুলেশন (বন্দর নথি নং ১৮.০৪.০০০০.০৩০.২০.০০২.১৭./২৬৬৯.) জারী করে বন্দরের ট্রাফিক বিভাগ। তারপরেও শেষ খবর পাওয়া পর্যন্ত (২৫ ডিসেম্বর ২০২১) তাদের ইউনিফর্ম দেওয়া হয়নি বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন একাধিক শ্রমিক।
ট্রাফিক বিভাগের চিঠির সূত্রে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর এক সভায় বন্দরে কর্মরত বার্থ টার্মিনাল ও শিপ হ্যান্ডেলিং অপরেটারদের অধীনে নিয়োজিত কর্মচারীদের গ্রীষ্মকালীন, বর্ষাকালীন ও শীতকালীন আলাদা আলাদা নির্ধারিত ইউনিফর্ম সরবারহ করার জন্য সিদ্ধান্ত হয়। ৮ হাজার শ্রমিকের জন্য জনপ্রতি ৪ হাজার ২ শ টাকা করে মালিকদের পরিশোধ করবে বন্দর কর্তৃপক্ষ। শর্ত মোতাবেক নির্ধারিত সময়ে মালিকেরা টাকা উঠিয়ে নিলেও শ্রমিকদের ইউনিফর্ম প্রদান না করে নিয়মিত আত্মসাৎ করে চলেছেন মালিকেরা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিকেরা জানান, আমরা গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন পোশাক এখনো পাইনি আর এখন শীতের শেষের দিকে এখনো আমরা পোশাক পাইনি। তাহলে শীতের পোশাক আর কখন পাব ? এসব কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। শ্রমিকদের সকল সুবিধা দেওয়ার জন্য ২০০৭ সাল থেকে চুক্তি হওয়ার পর কোন বছরই আমাদের নিয়মিত পোশাক দেওয়া হয়না। ২/৩ বছরে একবার দেওয়া হলেও তা খুব নিম্নমানের।
এ বিষয়ে শ্রমিক প্রতিনিধি চট্টগ্রাম বন্দর ব্যবহাকারী শ্রমিক কর্মচারী লীগ সিবিএর সভাপতি মীর নাওশাদ বলেন, চট্টগ্রাম বন্দরে ২০০৭ সালে একটি চুক্তি হয় চুক্তিতে সকল শ্রমিক কর্মচারী ও উইন্সম্যানদেরসহ সকলকে গ্রীষ্মকালীন, বর্ষাকালীন ও শীতকালীন পোশাক দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে না। বন্দর যে সার্কুলেশন দিয়েছে সে মোতাবেক সকল পোশাক দিতে হবে, অন্যথায় বন্দরের শ্রমিক কর্মচারীর মাঝে শ্রমঅসন্তোষ দেখা দিলে তার দায় মালিকদেরকেই নিতে হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন গত বছর একটি বোর্ড সভায় পোশকে দেওয়ার ব্যপারে সিদ্ধান্ত হয়েছে এবং এই বিষয়ে মালিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে তবে আমি এখন ঢাকায় আছি তাই শেষ পর্যন্ত মালিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা এই মুহুর্তে পরিস্কার করে বলতে পারছি না।
এ বিষয়ে শিপ হ্যান্ডলিং ওনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামসুল ইসলাম রাশেলের মোবাইলে কল দিলে নাম্বারটি ব্যবহৃত হচ্ছে না না বলে জানা গেছে।
এ বিষয়ে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন ও জোনারেল ম্যানেজার রেজাউল করিমের মোবাইলে একাধিকবার কল ও বার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে প্রায় ৮ হাজার শ্রমিক কর্মচারী রয়েছেন, যারা দিনে রাতে সপ্তাহে ৭ দিন কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখেন। এসব শ্রমিকের বছরে জনপ্রতি ৪২০০ টাকা করে পোশাকের জন্য বরাদ্দ রয়েছে, যার পরিমান দাঁড়ায় প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা।
জামান / জামান
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়