ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে পরিবহন শ্রমিক নেতা জাহেদ-জানে আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-১২-২০২১ দুপুর ৪:২৫

চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের (রেজি: নং- চট্ট. ১৩০৯) নেতৃত্বের বলয়ে সভাপতি মো . জাহেদ ও সাধারণ সম্পাদক মো . জানে আলম  গংদের বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে জোড়পুর্বক চাঁদাবাজির অভিযোগ ওঠেছে। একই সাথে চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাদেরকে নির্যাতন নিপিড়নও করা হয় বলে জানা গেছে। এসব বিষয় উল্লেখ করে গত ২২ ডিসেম্বর চট্টগ্রামের বিভাগীয় শ্রম পরিচালকের নিকট লিখিত অভিযোগ করেছেন সংগঠনের ৩০০ নং সদস্য মো : মাঈন উদ্দিন , ৪৩১ নং সদস্য মো . ফারুক ও ১৫০ নং সদস্য মো. রিপন।  একই অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে দুদক চেয়ারম্যান ও সিএমপি কমিশনারকেও। 

অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও ইউনিয়নের গঠনতন্ত্র পরিপন্থি এবং মেট্রো আরটিসির রুট অমান্য করে শ্রমিক-মালিক-যাত্রী নির্যাতন , ভাড়া নৈরাজ্যের মাধ্যমে কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এমনকি উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্তির বলয়ে নির্বাচন বিহীন নেতৃত্ব দখল করে দীর্ঘকাল যাবত মেট্রো আরটিসি অনুমোদিত ১৭ নং অটোটেম্পো রুটে চালকদের ভর্তি ফি ২৫ হাজার টাকা। কর্মকালীন সময়ে নতুন ব্রীজ,কোতোয়ালী মোড় , জিপিও এলাকায় বিভিন্ন স্তরে দৈনিক ২৮০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।

এছাড়া এই রুটে সিলিং সংখ্যা ১৪০ টি হলেও পারমিটবিহীন বহিরাগত অটোটেম্পো ৪০ হাজার টাকার বিনিময়ে সংগঠনের নামে চলার সুযোগ করে দিয়ে থাকে এবং পারমিট অনুমোদিত অটোটেম্পোও এককালীন ২০ হাজার টাকা নিয়ে মাসিক ১ হাজার টাকা করে প্রায় ৪০০ টি গাড়ি থেকে নিয়মিত মোটা অংকের চাঁদা আদায় করছে। মেট্রো আরটিসি অনুমোদিত ১৭ নং অটোটেম্পো রুটটি নতুন ব্রীজ থেকে মেরিনার্স রোড হয়ে ফিরিঙ্গীবাজার-কোতোয়ালী-নিউমার্কেট হয়ে টাইগারপাস পর্যন্ত যাওয়ার কথা থাকলেও স্থানীয় ট্রাফিক বিভাগের দায়িত্বরত কর্তাদের অনৈতিক ফায়দার বিনিময়ে পরিপূর্ণ রুটে গাড়ি না নিয়ে জিপিও নিউ মার্কেটে অবৈধভাবে স্টেশন স্থাপন করায় একদিকে যাত্রীদের হয়রানি , ভাড়া নৈরাজ্যসহ অসহনীয় যানজটের সৃষ্টি করে আসছে। এ বিষয়ে কোন শ্রমিক- মালিক বা প্রতিবাদ করিলে উল্লেখিত ব্যক্তিদের বাহিনী দ্বারা নির্যাতন করে থাকে। 

অপর একটি সূত্র জানায়, ১৭ নং রুটে ১৪০টি গাড়ির সিলিং  অনুযায়ী কর্মরত শ্রমিক হবে সর্বোচ্চ ৪ শ থেকে ৫ শ জন। কিন্তু সদস্য সংখ্যায় তালিকাভুক্ত আছে প্রায় ১২ শ জন। এই নেতাদের অপকর্মের ফলে গত শুক্রবার সাধারণ সভায় আইনগতভাবে উপস্থিত থাকার কথা ছিল ৮ শত। কিন্তু উপস্তিতি ছিল মাত্র ২ শ জন যা আইনগত গ্রহমযোগ্য নয়।

এ ব্য‍াপারে শ্রম অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এনামুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

জিন তাড়াতে গিয়ে মা-মেয়েকে হত্যার মূল আসামী কবিরাজ গ্রেপ্তার

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস