ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নির্বাচনী সহিংসতায় পুলিশ-আনসারসহ অর্ধশতাধিক আহত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ৪:৪৮

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনভর জাল ভোট, প্রভাব বিস্তার, প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশ, আনসার সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি-ঘর ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ ডিসেম্বর) উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। এতে ইউপি সদস্য পদে পরাজিত প্রার্থীর বাড়ি-ঘর ভাংচুর ও কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল রোববার নির্বাচন শেষে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও গাবসারা ইউনিয়নের চরচন্দনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং অফিসার, র‌্যাব, পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা ৯৬ রাউন্ড ফাঁকা গুলি চালান। এতে দুটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্যসহ অর্ধশতাধিক আহত হন। এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন। দুটি মামলায় অজ্ঞাত ৪ হাজার জনকে আসামি করা হয়েছে।

এদিকে, সোমবার সকালে উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর এলাকায় ইউপি সদস্য পদে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাংচুর করা হয়েছে চারটি ঘর-বাড়ি। এতে পরাজিত ইউপি সদস্য ফুটবল প্রতীকের প্রার্থী আব্দুল মালেকের কর্মী-সমর্থকের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলায় আব্দুল হাই, বেলায়েত, মালেক, বাদশা, হারুন, কাইয়ুম ও বিথী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহত কাইয়ুম জানান, আওয়ামী লীগ নেতা হারুন, বিলাত, আমজাদের নেতৃত্বে একদল লোকজন বাড়ি-ঘর ভাংচুর করে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভূঞাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহীউদ্দিন বলেন, নির্বাচনের দিন সহিংসতায় পুলিশ, আনসার সদস্যসহ ৪৯ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি এবং উন্নত চিকিৎসার জন্য দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া সোমবার সকালের নির্বাচন পরবর্তী সহিংসতায় ৬-৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রাখা, সরকারি কাজে বাধা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নির্বাচনী সহিংসতায় পুলিশ, আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ৯৬ রাউন্ড ফাঁকা গুলি করে ম্যাজিস্ট্রেট ও নির্বাচন সংশ্লিষ্টদের অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়।

এমএসএম / জামান

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু