চট্টগ্রামে নৌকার এজেন্টকে ছুরিকাঘাতের মামলা থেকে বাঁচতে আ’লীগ নেতার কৌশল
চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউপি নির্বাচনে পরাজিত হয়ে নৌকা এজেন্টকে ছুরিকাঘাত এবং বাড়িতে অগ্নিসংযোগ মামলার প্রধান আসামি কুসুমপুরার ৩নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী হাজী মোহাম্মদ আলম। মামলা থেকে বাঁচার কৌশল হিসেবে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এলাকার নিরীহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে অভিযুক্ত আলম মেম্বারের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর উপজেলার থানামহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটে কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্ট ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা নঈম উদ্দীন। কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হলে মেম্বার প্রার্থী আলম মেম্বার বিপুল ভোটে পরাজিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মেম্বার প্রার্থী আলম মেম্বার ও তার অনুসারীদের নিয়ে নৌকার এজেন্ট ছাত্রলীগ নেতা নঈম উদ্দীনকে ছুরিকাঘাত করে এবং বাড়িতে অগ্নি সংযোগ করেন। হামলার ঘটনায় আহত ছাত্রলীগ নেতার ভাই দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম উদ্দিন বাদী হয়ে ২৬ ডিসেম্বর পটিয়ায় থানায় মেম্বার প্রার্থী হাজী আলমকে প্রধান আসামি করে ১২ জনকে এজাহার নামীয় ও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে। মামলা হওয়ার মেম্বার প্রার্থী আলম মেম্বার আত্মগোপনে চলে যান। হঠাৎ মামলার প্রধান আসামি বৃহস্পতিবার বিকেলে পটিয়ায় একটি চায়ের দোকানে কয়েকজন সাংবাদিক ডেকে নিয়ে গোপনে সংবাদ সম্মেলন করে অসত্য এবং বিভ্রান্তিমূলক বক্তব্য দেন।
এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা নঈম উদ্দীনের বড় ভাই জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম উদ্দীনের বিরুদ্ধে মোহাম্মদ আলম মেম্বার পাল্টা অভিযোগ করেন। অথচ যে সময় ঘটনা সাজিয়েছে সে সময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম উদ্দীন আহত নঈম উদ্দীনকে নিয়ে পটিয়া হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পটিয়া থানায় ঘুরাঘুরি করছিল। বিয়ষটি তার সাথে থাকা স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতারা অনেকে জানেন এসময়ের মধ্যে কাল্পনিক ঘটনা সাজিয়ে নাজিম উদ্দীনের নেতৃত্বে অভিযুক্ত আলম মেম্বারের অনুসারী দেলোয়ার( ২৪) তার মা রোকেয়া বেগম (৫০) ও রাসেল (১৯) সহ ৪ জন তার পক্ষের মানুষও আহত হয়েছে বলে দাবি করেন।
এ বিষয়ে মামলার বাদী নাজিম উদ্দীন জানান, ঘটনার পর থেকে পালাতক রয়েছে। এলাকার উত্তেজিত লোকজন তাকে দেখামাত্র পুলিশের হাতে তুলে দিবে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সংবাদ সম্মেলনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে এ ঘটনায় জড়িত আলম মেম্বরসহ সবাইকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
শাফিন / জামান
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়