ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

তাড়াশে নৌকা সমর্থকদের অতর্কিত হামলায় স্বতন্ত্র প্রার্থীর ২০ কর্মী আহত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ৩:২

সিরাজগঞ্জের তাড়াশে নৌকা সমর্থকদের অতর্কিত হামলায় স্বতন্ত্র প্রার্থীর ২০ কর্মী আহত এবং ৩০টি মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া আক্কেলের ঘাট (আমতলা) এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ওই স্থানে নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী ভুট্টু (আনারস) ও তার সমর্থকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর (নৌকা) ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এফ কবির চৌধুরী ও তার সমর্থকরা। এ সময় তারা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ৩০টি মোটরসাইকেল ভাংচুর করে এবং অন্তত ২০ কর্মী-সমর্থককে আহত করে। শনিবার (১ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার আলী ভুট্টু (আনারস) রিটার্নিং অফিসারসহ বিভিন্ন দফতরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

সগুনা ইউনিয়ন পরিষদের (আনারস) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী ভুট্টু জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর ৪০-৪৫টি মোটরসাইকেলে আমার সমর্থকদের নিয়ে ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জন্য বের হই। প্রচারণাকালে সবুজপাড়া আক্কেলের ঘাট এলাকায় পৌঁছলে ওতপেতে থাকা নৌকা প্রার্থীর ভাড়াটে সন্ত্রাসীরা আমার সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমার সমর্থকদের তারা রড, লাঠি ও বাটাম দিয়ে মারপিট করে এবং আমার কর্মীদের ৩০টি মোটরসাইকেল ভাংচুর করে। এতে নৌকার সর্মথকদের হামলায় আমাদের ২০ কর্মী আহত হন।

তিনি আরো জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এবং থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছে। পরে শনিবার দুপুরে লিখিত অভিযোগ স্ব স্ব দফতরে দেয়া হয়েছে। 

এ বিষয়ে সগুনা ইউপির আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থী (আনারস) যে অভিযোগ দিয়েছে তা সম্প‍ূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার নির্বাচনী এলাকার জনসমর্থনকে নষ্ট করার জন্য তারা নিজেরাই বিভিন্ন মিথ্যা পাঁয়তারা করছে। ওখানে আমার নির্বাচনী মিটিং ছিল। তারা মিটিং ব্যাহত করার উদ্দেশ্যে ওখানে এসে বাঁশি বাজানো শুরু করে। আমি মিটিং শেষ করে দেখি তারা ওখানেই অবস্থান করছে এবং আমার নামে বিভিন্ন ন্যক্কারজনক কথা বলছে। আর ওই সময় রাত বাজে  সাড়ে ৯টা । নির্বাচনী প্রচারণার সময় নয়। তখন আমি নির্বাচন কর্তৃপক্ষকে অবহিত করি। পরে আমি নিজে গিয়ে তাদের যেতে বলেছি। তারা চলে গেছে, সেখানে কোনোকিছুই হয়নি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তাড়াশ রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ