বাঁশখালীতে ৪২ খামারির মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সোমবার (৩ জানুয়ারি) সকালে সিআইজি তালিকাভুক্ত ৪২ জন খামারির মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি তালিকাভুক্ত ৪২ খামারির মাঝে ওই উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি)।
এ সময় উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজীর হোসেন, ডা. শুভ দাশ এবং সিআইজি তালিকাভুক্ত উপকরণভোগী খামারিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী দেশ গঠনের রোল মডেল হিসেবে পরিচিত। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। তার হাত ধরে দেশ গঠনে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে প্রাণিসম্পদ বিভাগ।
জামান / জামান