ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার আশাশুনিতে ভোটের দিন সহিংসতার আশঙ্কা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ১:৩৬

পঞ্চম দফায় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা। সাতক্ষীরা জেলায় চার দফায় ৬১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কঠোর ভূমিকা পালন করায় প্রসংশা কুড়িয়েছে। সমালোচকরা বলেছেন দেশ স্বাধীনের পর তারা এত ভালো নির্বাচন দেখেনি।  তত্তাবধায়ক সরকারের আমলের চেয়েও নির্বাচন অনেক ক্ষেত্রে ভালো হচ্ছে  এমন কথাও বলেছেন অনেকে। পাঁচ দফা নির্বাচনে আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে বেড়েছে নির্বাচনী সহিংসতা।

নির্বাচনে আশাশুনি উপজেলার ইউনিয়ন গুলোতে প্রতিদিনই ঘটছে নির্বাচনী সহিংসতা। এরই মধ্যে আনুলিয়া ইউনিয়নে বেশ কয়েকটি সহিংসতা ঘটনা। নির্বাচন সামনে রেখে শ্রীউলা ইউনিয়নে ঘটেছে হত্যার ঘটনা। প্রতাপনগর ইউনিয়নেও প্রতিদিন হামলা, সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘটিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা। সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ কার্যকর পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করা না হলে সহিংসতা আরও বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করছেন উপজেলার সাধারণ জনগণ।

উপজেলার বিভিন্ন প্রান্তে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী সহিংসতা বন্ধ করা না হলে বড় ধরণের সংঘর্ষ ঘটতে পারে। ফলে হতাহত হওয়ার আশংকা রয়েছে। বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের নিজেদের লোকজন প্রচার-প্রচারণার নামে দেশিয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে সাধারণ জনগণের মনে ভীতি সৃষ্টি করছে এমন অভিযোগ করেছেন অনেকে। মিথ্যা মামলা দিয়ে মানুষকে এলাকাছাড়া করার আশংকা করছেন অনেকে।

এদিকে, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্খায় সাধারণ মানুষ ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার সরবরাহের দাবি জানান এগারটি ইউনিয়নের ভোটাররা।

সরজমিন আরও জানা যায়, আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে বেড়েছে সহিংসতা। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুসের নেতাকর্মীর উপর হামলা করা হয়েছে পাঁচবার। এতে আনারস প্রতীকের পক্ষের প্রায় ২০জন নেতাকর্মী আহত হয়েছে। বছরের প্রথম দিনে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫টি বাড়ি, দুটি দোকান ভাংচুর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন।

একই দিন আনারস প্রতীকের ৪টি নির্বাচনী অফিস দখল করার অভিযোগ পাওয়া গেছে। অফিসগুলো হচ্ছে মধ্যম একসরা বোউ বাজার, নাংলা, রাজাপুর ও আমতলা। এসব হামলার অভিযোগ নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহতরা হলেন- মধ্যেম একসরা গ্রামের ইনজাম গাজী, রহমত আলী, তার স্ত্রী, মেয়ে ও ছেলে, জামাত গাজীর স্ত্রী, বিলাল গাজীর স্ত্রী, আব্দুল গফ্ফার ও তার ছেলে, মাসুম গাজী, দক্ষিণ একসরাা গ্রামের শাহিনুর ও রোকন মোল্লা, উত্তর একসরার গ্রামের ফারুক, রাজাপুর গ্রামের সাইফুল ইসলাম কদম, এলাহী গাজী ও তার ছোটভাই সালাম গাজী, খোকন ও সালাউদ্দীন গাজী এবং কাকবাসিয়া গ্রামের মারুফসহ আরও কয়েকজন। আহত অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনে জয়লাভের আগেই সাধারণ ভোটারদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও মামলা দিয়ে গ্রাম ছাড়া করা হচ্ছে। গত ৩১ ডিসেম্বর নিজ দলের ইউনিয়নের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম লিটন ও প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুসসহ ২৫ জন সাধারণ জনগণের নামে মিথ্যা মামলা দিয়েছেন নৌকার প্রার্থী শাহাবুদ্দীন সানা। মামলা নং-১৫। এই মামলায় ভিকটিম হিসেবে দেখানো হয়েছে দক্ষিণ একসরা গ্রামের শাহিনুর গাজিকে। প্রকৃতপক্ষে শাহিনুর গাজী আনারস প্রীকের কর্মী এবং স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুসের ভাইজি জামাই। তাকে মিথ্যা নৌকার কর্মী দাবি করে অন্যেদের নামে মামলা দিয়েছেন শাহাবুদ্দীন সানা। আরও অভিযোগ রয়েছে, শাহিনুরের মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে শাহাবুদ্দীন সানার লোকজন। আহত শাহিনুর স্বশরীরে সাংবাদিকদের কাছে এসে ঘটনার বিবরণ দিয়ে এসব কথা জানান।

আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন শাহাবুদ্দীন সানা। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউপি সদস্য। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন স্বে”ছাসেবক লীগ নেতা জাবেদুল মাওলা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার সহিংসতা বন্ধে প্রতিটি ইউনিয়নে পুলিশের টিম কাজ করছে। সহিংসতার খবর পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া আছে। পুলিশের দৃষ্টি এড়িয়ে কেউ সহিংসতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও