তানোরে কাউন্সিলরের বিরুদ্ধে ভূমিহীনের বাড়ি ভাংচুরের অভিযোগ

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার বিএনপি মতাদর্শী কাউন্সিলর এবং গরু ব্যবসায়ী (দালাল) মেয়রের ঘনিষ্ঠ সহচর মাহাবুর রহমানের বিরুদ্ধে ভূমিহীনের বাড়ি ভাংচুর, মারপিট ও নারীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত ১ জানুয়ারি ভূমিহীন আয়েজ উদ্দিন বাদী হয়ে কাউন্সিলর মাহাবুর রহমানের নামে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন।
অন্যদিকে পুলিশ তদন্ত কেন্দ্রের মাত্র ১০০ গজের মধ্যে দিন-দুপুরে বাড়ি ভাংচুর করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। আর জনপ্রতিনিধির এমন জনবিরোধী কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্র জানায়, মুন্ডুমালা পৌর সদরের মুন্ডুমালা দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা মৃত আলী মোহাম্মদের পুত্র ভূমিহীন আয়েজ উদ্দিন একখণ্ড সরকারি খাস সম্পত্তিতে মাটির বাড়ি করে প্রায় ৪০ বছর ধরে শান্তিপূর্ণভাবে পরিবারসহ বসবাস করে আসছেন। তবে তার বাড়ির মধ্যে প্রায় হাফ শতক জমি কাউন্সিলর মাহাবুরের রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১ জানুয়ারি দুপুরে পৌর মেয়রের মদদে কাউন্সিলর মাহাবুর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাহিনী নিয়ে তার জায়গা উদ্ধারের নামে ভূমিহীনের বাড়ি ভাংচুর শুরু করেন। এ সময় তারা বাধা দিতে গেলে তাদের মারপিট এমনকি নারীদের বিবস্ত্র করে শ্লীলতাহানিসহ নারকীয় তাণ্ডব চালানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মাহাবুর রহমান সকালের সময়কে বলেন, মারপিটের অভিযোগ সত্য নয়। তবে তার জায়গা বুঝে নিতে তিনি ভাংচুর করেছেন।
এ বিষয়ে আয়েজ উদ্দিন বলেন, তিনি ভূমিহীন মানুষ। তার বাড়ির মধ্যে যদি কাউন্সিলের জায়গা থাকে তবে তারা কিনে নেবেন। তাই বলে ভাংচুর ও নারীদের বিবস্ত্র করে মারপিট করা কি ঠিক? এছাড়া তার যদি জায়গা থাকে তাহলে তিনি আদালতে না গিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন কেন? আসলে নির্বাচনে তার পক্ষে ভোট না করার অপরাধে তিনি প্রতিশোধ নিচ্ছেন।
এবিষয়ে পৌর সচিব আবুল হোসেন সকালের সময়কে বলেন, কাউন্সিলর যেটা করেছেন সেটা অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন। কারণ তার জায়গা থাকলে তিনি কোর্টে না গিয়ে আইন নিজের হাতে তুলে নিতে পারেন না।
এ বিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার

রায়গঞ্জে ব্যারিস্টার বাতেন : ‘৩১ দফাই শান্তি ও সমৃদ্ধির রূপরেখা’
