ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

তানোর ও চারঘাটে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগী


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-১-২০২২ বিকাল ৫:৪৮
একে তো পৌষের শীত, তার ওপর শৈত্যপ্রবাহ। শীতে কাবু উত্তরাঞ্চলের মানুষ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও। চারঘাট ও তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও সর্দিজ্বর-কাশি নিয়ে রোগী ভর্তি বাড়ছে। এ ধরনের রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
 
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫টি শিশু ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। শীত বাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে রোগীর চাপ বেড়েছে।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাঁনাবাস হাসদাক সকালের সময়কে জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে আসছে। বিশেষ করে ডায়রিয়া, কাশি, সর্দিসহ শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেশি।
 
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১২৪ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। গত ৭ দিনে চিকিৎসা নিয়েছে ডায়রিয়ায় আক্রান্ত ৫১ জন। এরমধ্যে অধিকাংশই শিশু।
 
উপজেলার রাওথা গ্রামের রবিউল আলম বলেন, আমার ছেলের ডায়রিয়া শুরু হলে ডাক্তারের পরামর্শে দুই দিন আগে হাসপাতালে ভর্তি করাই। এখন অনেকটাই ভালো আছে।
 
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বাঘা উপজেলার হেলালপুর গ্রামের খাইরুল ইসলাম সকালের সময়কে বলেন, দুদিন ধরে তিনি বমি ও ডায়রিয়ায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে এখানে ভর্তি হয়েছেন। এখন অপেক্ষাকৃত ভালো আছেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শহীদুল ইসলাম রবিন সকালের সময়কে জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে আসছে। বিশেষ করে শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। রোটা ভাইরাসের সংক্রমণের ফলে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তবে হাসপাতালে কলেরা স্যালাইনের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে আছে।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান সকালের সময়কে বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের যেন ঠাণ্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। এছাড়া শিশুদের গরম পরিবেশে রাখার পাশাপাশি গরম খাবার ও বেশি করে তরল খাবার খাওয়াতে হবে।

শাফিন / জামান

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক

বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী

কেশবপুরে দলিল লেখক সমিতির সভাপতি শফি, সম্পাদক আমিনুল পূণরায় নির্বাচিত