ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ঠাণ্ডাজনিত রোগ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ৩:১

টাঙ্গাইলের ভূঞাপুরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগে প্রতিদিন ১০-১২ জন শিশুসহ নানা বয়সী রোগী ভর্তি হচ্ছে। এর ফলে ঠাণ্ডাজনিত রোগী অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। আবহাওয়া পরিবর্তনের কারণে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাস থেকে চলতি বছরের মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর পর্যন্ত ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়েছে শূন্য থেকে ৫ বছর বয়সী ৭৮ জন শিশু এবং নিউমোনিয়া রোগে হয়েছে ৩৩ জন। অপরদিকে, শিশু ছাড়াও নানা বয়সী লোকজন ঠাণ্ডাজনিত রোগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদিকে, শয্যা সংকট দেখা দেয়ায় শিশু রোগীদের নিয়ে অভিভাবকরা ছুটছেন স্থানীয় পল্লী চিকিৎসক, কমিউনিটি ক্লিনিক ও হাট-বাজারে ফার্মেসির দোকানগুলোতে।

হাসপাতালে শিশু সন্তানকে নিয়ে আসা যমুনা চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের কালীপুর গ্রামের এক শিশুর বাবা রহিজ উদ্দিন জানান, সর্দি-কাশিতে তার বাচ্চা আক্রান্ত হলে স্থানীয় ডাক্তারদের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়াই। কিন্তু ঠাণ্ডা জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করি।  

হাসপাতালের শিশু ওয়ার্ডের দায়িত্বরত একাধিক নার্স জানান, শীতকালে ঠাণ্ডাজনিত রোগীদের চাপ অনেক বেশি। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। রোগীর পাশাপাশি তাদের স্বজনদের চাপও বেশি। ফলে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেকটা।

হাসপাতালের সিনিয়র নার্স (ইনচার্জ) খালেদা পারভীন বলেন, বর্তমানে হাসপাতালে ঠাণ্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু রোগী বৃদ্ধি পাওয়ায় আমাদের বেগ পেতে হচ্ছে। এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যত্নের আহ্বান জানান তিনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন জানান, ঠাণ্ডাজনিত কারণে শিশুসহ নানা বয়সী লোকজন ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি ও জ্বরে আক্রান্ত হচ্ছে। এরমধ্যে শিশুসহ বয়োজ্যেষ্ঠরাও হাসপাতালে ভর্তি হয়েছে। এদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। 

শাফিন / জামান

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু