ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বন্দরে চাকরি দেওয়ার নামে ১৩৫ জনের সাথে প্রতারণার অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১১:৩১

চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩৫ জন থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মীর মোহাম্মদ মোজাফফর ও তার স্ত্রী নাজমা আক্তারের বিরুদ্ধে।সম্প্রতি এই বিষয়টি নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনির হোসেন। এসময় অর্ধশতাধিক ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২০ সালে অক্টোবর মাসে এক পীরের দরবারে ভুক্তভোগী মো.  ইসমাইল সঙ্গে এই দম্পতি মীর মোহাম্মদ মোজাফফর ও তার স্ত্রী নাজমা আকতার ডলির পরিচয় হয়। মোজাফফর জালালাবাদ অক্সিজেন এলাকার মীর মোহাম্মদ সোয়েবের ছেলে। তার স্ত্রী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) খুলশী অফিসে কর্মরত।

গত বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জনবল নিযোগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রতারক মোজাফফর বিজ্ঞপ্তি দেখিয়ে মো. ইসমাইলকে বলেন বন্দরে নিয়োগ কমিটিতে আমার কলেজের বন্ধু ডিসি ফরিদ সাহেব রয়েছেন। আমি ২০১৬ ও ২০১৭ সালে তার মাধ্যমে বেশ কয়েকজনকে চাকরি দিয়েছি। এবারও তিনি কথা দিয়েছেন বেশ কয়েকজনকে চাকরি দিতে পারবেন। দরবারের পীর ভাই হিসেবে মো. ইসমাইল মোজাফফরকে বিশ্বাস করে প্রথমে দুজন জুনিয়র অডিটর ও দুজন পরিবহন কর্মকর্তা পদের জন্য বায়োডাটাসহ চার পদের জন্য ৪ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন। মোজাফফর গ্যারান্টিস্বরূপ ওই চারজনকে তার ব্যাংক হিসাবের চেক দেন।

একইভাবে বোয়ালখালী উপজেলার সেলিমকে  ইঞ্জিনিয়ার, সহকারী পরিবহন কর্মকর্তা, সিনিয়র হিসাবরক্ষক, অফিস সহকারী ও উচ্চমান অফিস সহকারী পদের জন্য ৩১ জনের বায়োডাটা নিয়ে প্রায়  সাড়ে ১১ লাখ টাকা নেন। সেলিমকে জিম্মাদার হিসেবে মো. ইসমাইল চেক ও স্ট্যাম্প প্রদান করেন। পটিয়ার জাহাঙ্গীরের কাছ থেকে ২০ জনকে  বন্দরে চাকরি  দেবে বলে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়।  

ভুক্তভোগী মনির হোসেন বলেন, সহকারী পরিবহন কর্মকর্তার চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে দুই দফায় দুই লাখ পঁচাত্তর হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক মোজাফফর। টাকা নেওয়ার সময় বলেছিলেন ২০২১ সালের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে আমার ঠিকানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগপত্র পাঠানো হবে। বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে চাকরির যোগদানের তারিখ একাধিকবার পরিবর্তন করেন। তার প্রতারণা বুঝতে পেরে আমরা আলাদাভাবে মোজাফফরের সঙ্গে যোগাযোগ করি। তিনি টাকা ফেরত দিতে কালক্ষেপণ করছে। তার অনুগত সন্ত্রাসীদের দিয়ে আমাদের হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত। সংবাদ সম্মেলনে মীর মোজাফফরকে গ্রেফতারের দাবিও জানানো হয়।

শাফিন / শাফিন

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ