দাবি নিয়ে রাস্তায় মানুষ, সাংসদ বললেন শীঘ্রই হবে
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে ব্যানার হাতে রাস্তায় নেমেছেন সব শ্রেণি-পেশার মানুষ। বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় শহর চৌরাস্তায় প্রায় ২০টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন একই দাবিতে ব্যানার হাতে ছোট ছোট র্যালি নিয়ে এসে জমায়েত হয়। এতে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ, যুবক, সাংস্কৃতিককর্মী এবং রাজনৈতিক কর্মীরা অংশ নেন।
এ সময় একটি বিশাল মানবন্ধন করেন তারা। মানবন্ধনে জেলার প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই আন্দোলন কমিটির আয়োজনে মানববন্ধনটি ঘণ্টাব্যপী চলে।
মানববন্ধনে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই আন্দোলন কমিটির সমন্বয়ক সাংবাদিক শাহিন ফেরদৌস বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের চাহিদা অনুযায়ী এখানে চিকিৎসার জন্য পর্যাপ্ত শয্যা নেই। আমরা দেখেছি এখানে গাছতলায় শিশুদের চিকিৎসা দিতে। ঠাকুরগাঁও থেকে রংপুর আমরা দেখেছি রংপুর মেডিকেল কলেজে যেতে যেতে রাস্তায় মানুষ মারা যাচ্ছে। আমরা জেলাবাসী একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই, যেন এ জেলাসহ পঞ্চগড় জেলার মানুষ এখানে উন্নত চিকিৎসা পায়। চিকিৎসা নেয়ার পথে হাসপাতালে যাওয়ার আগে যেন কেউ না মারা যায়।
বিশিষ্ট লেখক সুবর্ণ আহম্মেদ বলেন, উত্তরের জেলা ঠাকুরগাঁওবাসীর কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি আছে। তার মধ্যে একটি হলো ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ঠাকুরগাঁওয়ে দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ জেলাটি একটি সম্ভাবনায় ও কৃষি নির্ভর জেলা। ফলে এটি অঞ্চলটি একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে রূপ নিতে চলেছে। এ জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ।
জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, সংস্কৃতিক কর্মী, শিক্ষাক, ছাত্রসমাজ, বেসরকারি প্রতিষ্ঠানের মালিক কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষরা এ মানববন্ধনে তাদের বক্তব্যে ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চাই এই দাবিতে বক্তব্য রাখেন।
এদিকে একই দিনে সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন সভাকক্ষে আয়োজিত জেলা স্বাস্থ্যসেবা কমিটির সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, শীঘ্রই ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল হবে। এ সময় সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে সফরে এসে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারমধ্যে অন্যতম ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন। আমরা আশা করছি খুব শীঘ্রই ঠাকুরগাঁও জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটি মেডিকেল কলেজও হবে। ঠাকুরগাঁও জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য অনেক কাজ আমরা এগিয়ে নিয়ে গিয়েছি। আশা করছি সামনে সরকারের একনেকের সভায় ঠাকুরগাঁও জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। খুব শীঘ্রই ঠাকুরগাঁওবাসী এই খুশির সংবাদটি পাবেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যার হাসপাতাল দিয়েছে। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আরও ২৫০ শয্যার হাসপাতাল আমরা সামনে পেতে যাচ্ছি। ৫০০ শয্যার হাসপাতাল হলে এটিকেই ঠাকুরগাঁও জেলায় মেডিকেল কলেজ হিসেবে রূপান্তর করা হবে। রমেশ সেন বলেন, আর থাকবে আমাদের বিমানবন্দর। যখন আমাদের জেলায় ইপিজেড নির্মাণ হয়ে যাবে; তখন এই জেলায় হাজার হাজার শিল্প-কলকারখানা নির্মাণ হবে এবং হাজার হাজার বিদেশিরা এখানে আসবে। সেই সাথে ব্যাপক সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তখন অটোমেটিক ভাবেই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হয়ে যাবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই আন্দোলনের আজকের মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক শাহীন ফেরদৌসে সভাপতিত্বে ও বিশাল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিন, বিএমএর সভাপতি ডা. খায়রুল কবির, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ সোহেল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিরউদ্দীন মহির,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ, ছাত্রনেতা মাহবুব হোসেন রনি, ছাত্রনেতা মো. কায়েস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলি ভুট্টো, সাংবাদিক কামরুল হাসান, ব্যবসায়ী নেতা মো. ফরহাদ, নুরুল হুদা স্বপন, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহম্মেদ সুবর্ণ, শরিফুল করিম রুবেল, ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, সত্য প্রসাদ ঘোষ নন্দন, অতুল পাল, মোক্তাদিরুজ্জামান রাসেল, স্বেচ্ছাসেবক দলের সরকার নুরুজ্জামান নুরু, নাজিমুদ্দিন মাহেল প্রমুখ।
শাফিন / জামান
রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
মাগুরায় কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারতে দুই এমপি প্রার্থী
স্ত্রীর কাছে ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা
বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল
ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণসহ নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ঘোষণা'র পর কোণঠাসা বিএনপির তৃণমূল
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
আত্রাইয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন : এম সাখাওয়াত হোসেন
আদিবাসীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন