ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উদ্ধার হচ্ছে কবরস্থান


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ৪:৪৭
মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের যুদ্ধের স্মৃতিবিজড়িত মুদ্দার খিল নামে একটি অনেক পুরাতন কবরস্থান রয়েছে। উক্ত কবরস্থানটিতে দোকানঘর নির্মাণ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা এবং ভূমি কর্মকর্তা এসএম জামিউল হিকমাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গায় ও কবরস্থানটি বেদখল হওয়ায় মাসুদ রানা নামে ‍এক ব্যক্তিকে নিজ দায়িত্বে উক্ত দোকানগুলো সরিয়ে নিয়ে কবরস্থানের জায়গাটি অবমুক্ত করার জন্য মৌখিকভাবে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। 
 
নূরের নেহার নামে ‍এক বৃদ্ধা বলেন, শুনেছি ওখানে অনেক জনের পুরাতন কবর ছিল। ভয়ে কেউ কোনো ধরনের প্রতিকার করছে না। উপজেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই উক্ত কবরস্থানের জায়গাটি অবমুক্ত করার যে উদ্যোগ নিয়েছে তার জন্য।
 
ইউপি সদস্য মোহাম্মদ ইয়াসিন জানান, যুদ্ধের সময় এখানে গণকবর দেয়া হয়। মুদ্দারখিল এই কবরস্থানে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় অসংখ্য লাশ ও শিশুর মরদেহ এখানে কবরস্থ করা হতো। 
 
মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামের বাসিন্দা দানু মিয়া জানান, মুক্তিযোদ্ধাদের সময় শহীদ মোখলেসুর রহমানের স্ত্রীকে কবর দেয়া হয়েছে। উক্ত কবরস্থানটিতে একই গ্রামের মৃত এবায়েদ উল্লাহর ছেলে আনু মিয়ার প্রকাশ (আনু ড্রাইভার) কবর দেয়া হয় বলে জনশ্রুতি রয়েছে।
 
এ বিষয়ে মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী বলেন, জায়গাটিতে কবরস্থান ছিল, বিষয়টি ‍আমিও অবগত হয়েছি। ইতোমধ্যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন।
 
অভিযুক্ত মাসুদ রানা বলেন, প্রায় ৩০ বছর আগে আজিজুল হক গং থেকে আমি এ জায়গার ওপর নির্মিত দোকান দখলসূত্রে ক্রয় করি। এ দোকানগুলোর পেছনে আমার নিজস্ব জায়গা রয়েছে।আমাকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চালানো হচ্ছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, উক্ত জায়গাটি সরকারের খাসভুক্ত এবং জমির শ্রেণি কবরস্থান রয়েছে ‌। মৌখিকভাবে ২৪ ঘণ্টা সময় দিয়ে এসেছি এবং পরবর্তীতে আমরা লিখিত আকারে উচ্ছেদ নোটিস প্রদান করছি। কবরস্থানটির জায়গা উদ্ধার করে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে নামান্তর করা হবে।

শাফিন / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত